Ram Devotees:অযোধ্যার অপেক্ষা করে প্রথম দিনেই হাজির হলো প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ। ভোর রাত তিনটের সময় রাম মন্দিরের সামনে ভক্তরা ভিড় জমায়েত করে। কিন্তু ঠিক সকাল আটটায় আরতির পর রাম মন্দিরের গেট খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। ধীরে ধীরে ভক্তরা রাম মন্দিরে প্রবেশ করে পূজা করে এবং স্বচক্ষে রামকে দর্ষণ করে।
সোমবার ২২ শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে । তারপর দিন ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। রামের এই দর্শনের জন্য ভোর থেকে বেশি অপেক্ষা করেছিল । মন্দির সূত্রের খবর পারে প্রথম দিনে ৫ লক্ষেরও বেশি মানুষ থেকে আসতে পারে।
আরো পড়ুন:Ram Ji Ke Bhajan Lyrics Bengali: শ্রী রঘুপতী রাম ভজন লিরিক্স বাংলা
প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকবে এবং পুজো নেওয়া হবে। তারপর আবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুজো নেওয়া চলবে। প্রতিদিন দুবার মন্দির খোলার আগে এবং পরে বন্ধ করার আগে রামের পূজা অর্চনা নেওয়া হবে।