Underwater city in Japan: সবাইকে চমকে দিয়ে জাপান তৈরি করতে চলেছে জলের নিচে এক নতুন শহর। যার আকার অনেকটা চারটি ফুটবল মাঠের মতো হবে । যেখানে বসবাস করতে পারবে পাঁচ হাজারেরও বেশি মানুষ। সেই সঙ্গে থাকবে হোটেল শপিং মল বাড়িঘর ইত্যাদি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে OCEAN SPIRAL । জাপানে বিখ্যাত কোম্পানি শিমজু কর্পোরেশন তৈরি করতে চলেছে।
বিশ্বে বিভিন্ন দেশ তাদের নিজের দেশে নতুন ধরনের সহ তৈরি করছে আর সেই শহরের তালিকায় জাপানে ওসিয়ান স্পাইরাল নাম লেখালে। জাপানি শিমজু কর্পোরেশন মতে এই শহরটি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মাইল নিচে। যেখানে হোটেল থেকে বাড়ি থেকে ট্রান্সপোর্ট সবই থাকবে। সমুদ্রের উপরে মানুষ যেমন বাস করে তেমনি সবকিছুই থাকবে এই শহরে।
এই শহরটি তৈরি করার জন্য এক পরিকল্পনা এবং ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। একটা ১৫ কিলোমিটার পেঁচালো রাস্তা থাকবে এই শহরের মধ্যে। এছাড়াও থাকবেএকটি মাটির কারখানাও এই শহরে।
নতুন শহরটি সমুদ্রের নিচে থাকলেও এই শহরটি হবে সম্পূর্ণভাবে ভূমিকম্পের থেকে নিরাপদ। প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ এই শহরে বাস করতে পারবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার নিচে এই শহরটি বসানো হবে। এই শহরটি নিয়ে সারা বিশ্বে মানুষের মধ্যে এক নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। তবে অনেকে এও ভাবছে এই শহরটি তৈরি হলে এখানে মানুষের জীবনযাপন কেমন হবে তা অবশ্যই দেখার বিষয়।
নিউজ উৎস:-TV9বাংলা