What do Astronauts eat? বিস্কুট থেকে নুন কোন কিছুই খাওয়া চলে না; তবে মহাকাশচারীরা কি খায়

What do Astronauts eat: মনে প্রশ্ন আসতে পারে যে মহাকাশে মহাকাশচারীরা এতদিন থাকে তা জানলে অনেকেই অবাক হবেন। তারা যে প্রতিদিন খাবার খায় তা তারা মহাকাশে নিয়ে যেতে পারে না। এমনকি মহাকাশে রুটি খাওয়াও নিষিদ্ধ কারণ রুটির মধ্যে থাকা আটার শুকনো দানা

Whatsapp Group Join
Telegram channel Join

এমনকি মহাকাশে লবণ বা চিনির দানা, বিস্কুট নিয়ে যাওয়া নিষিদ্ধ। তার কারণ মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় এই জিনিসগুলো ভেসে থাকে এবং চোখে মুখে ঢুকে যেতে পারে তবে মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় এতদিন কি খেয়ে থাকে। আকাশে কোল্ড ড্রিংকস বা তাজা দুধ নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই তারা সবসময় ডিহাইড্রেট যুক্ত দুধ নিয়ে যায়।

আরো পড়ুন:-Underwater city in Japan: সমুদ্রের নিচে নতুন শহরের পরিকল্পনা জাপানের যেখানে ৫০০০ মানুষ বসবাস করতে পারবে

মহাকাশচারীরা মহাকাশে কি কি খায়

বিস্কুট বা কুকিজ জাতীয় খাবার মহাকাশে নিয়ে যাওয়া নিষিদ্ধ কারণ এগুলো খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে কারণ এখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের শাকসবজি, ফলমূল, ও মিষ্টি জাতীয় খাবার তারা নিয়ে যায়। মিশনের জন্য আলাদা আলাদা করে খাবারের মেনু তৈরি করা হয়। সেই মিশন শুরু হওয়ার আগে তাদের একটা খাবারের মেনু কি থাকবে তার এক লিস্ট তৈরি করা হয়।তাই যাতে কোনওভাবেই খাবার নষ্ট না হয়, সেজন্য বিজ্ঞানীদের হালকা, সুস্বাদু, পুষ্টিকর খাবার বাছাই করতে হয়।

নিউজ উৎস:-TV9বা়ংলা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।