How to delete Facebook account: অনেক সময় ফেসবুকে আপনার নাম সার্চ করলে আপনার নামে থাকা দুটি অ্যাকাউন্ট দেখায়। যদি আপনার একাউন্টে থাকে দুটি অর্থাৎ একটি পুরনো এবং অপরটি নতুন। এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্টটি। এই ডিলিট করার জন্য আপনাকে ফেসবুকে গিয়ে বিশেষ ধরনের পদ্ধতি এপ্লাই করতে হবে। ফেসবুক একাউন্টটি ডিলিট হয়ে গেলে কোন ব্যক্তি যদি আপনার নাম ফেসবুকে গিয়ে সার্চ করে তবে আর আপনার নামে দুটি একাউন্ট দেখাবে না।
ফেসবুক একাউন্টে ডিলিট করার পদ্ধতি
- আমি আপনাকে আপনার ফেসবুক অ্যাপ এ গিয়ে ফেসবুক একাউন্টটি খুলতে হবে
- উপরে আপনার প্রোফাইল পিকচারে গিয়ে ক্লিক করুন
- আপনি’settings & privacy’ অপশনটিতে ক্লিক করুন
- তারপর ‘settings’ অপশনে ক্লিক করুন
- ‘your Facebook information’ এ ক্লিক করুন
- তারপর “Deactivation and deletion” অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন
- তারপর ‘delete account’ এ ক্লিক করুন
তারপর আপনার অ্যাকাউন্টটি ১৪ দিন পর্যন্ত থাকবে। তারপর আপনার পুরনো অ্যাকাউন্ট বা ডিলিট করা একাউন্টে মুছে যাবে ।এই ১৪ দিনের মধ্যেই আপনি যদি আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনি অনুর উদ্ধার করতে পারেন। আপনার প্রোফাইল থেকে ফটো বা ভিডিও সবই ডিলিট হয়ে যাবে এই ভাবে আপনি আপনার পুরনো ফেসবুক একাউন্টটি ডিলিট করতে পারবেন।