L.K Advani Bharat Ratna: ভারতরত্ন পেয়ে আডবানী দেশের জন্য কি বললেন 

L.K Advani Bharat Ratna: এ বছরই ভারতরত্ন পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা তথা মন্ত্রী L.K Advani। এই ঘোষণার পর বিজেপি নেতা খুবই আপ্লুত এবং নিজেকে একযোগ্য ভারতীয় বলে মনে করছেন। এই আবেগের সাথে তিনি তার চিন্তাভাবনা হিসেবে বলেন,” ভারতরত্ন আমার কাছে ব্যক্তি হিসেবে নয় এক আদর্শ এবং নীতির সম্মান। এই নীতি এবং আদর্শের সাথে আমি সারা জীবন দেশের কাজে নিজেকে আত্মসমর্পণ করেছে।” 

Whatsapp Group Join
Telegram channel Join

 তিনি বলেন “১৪ বছর থেকে আমি রাষ্ট্রীয় সেবার সঙ্গে সাথে যুক্ত হয়েছি। আর সেই সময় থেকে আমি দেশের কাজে নিজেকে আমার সামর্থ্যমত সেবা করে চলেছে। যা ছিল আমার কাছে এক স্বপ্নে বিষয়বস্তু।”

ভারতরত্ন পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে সম্মান এবং ধন্যবাদ জ্ঞাপন করে। তাকে ভারতরত্ন  সম্মানিত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কৃতজ্ঞতা জানায়। এছাড়াও তিনি তার স্ত্রী কমলার প্রতি ও শ্রদ্ধা আর সম্মান জানায়। তুমি বলেন তার সর্বদা তার জীবনে এক শ্রদ্ধা আর ধৈর্য উৎস হিসেবে তার সব সময় সাথে ছিল ।

তিনি ভারতরত্ন পেয়ে ওই দিনদয়াল উপাধ্যায় ও ভারতরত্ন জয়ী ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই কেও স্মরণ করেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন,” তাদের সঙ্গে আমি এই দেশের কাজে লিপ্ত ছিলাম তাদেরকে স্মরণ করে আমি কৃতজ্ঞতা জানাই। তারা হলেন দিনদয়াল উপাধ্যায় এবং ভারতরত্ন জয়ী অটল বিহারী বাজপাই।”

আরো পড়ুন:Pradhan Mantri Awas Yojona: আগামী ৫ বছরে ২ কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র , নির্মলা

ঐদিন ভারতের প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদ্ভানি কে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেল এদিন লালকৃষ্ণ আদ্ভানি সেবার কথা তিনি পোস্ট করে জানান। তারপর তার সাথে ফোনে কথা হয় এবং তিনি এই ভারতরত্ন অভিনন্দন সিকার করেছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।