Lip Acne home Remedies: গলে এবং ঠোঁটে ব্রণ, বিনা খরচে এক চুটকিতে সারিয়ে ফেলুন ঘরে 

Lip Acne home Remedies: সকলেই জানি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখে ব্রণ তৈরি হয়। বেশি হলে যেমন আমাদের মুখে সৌন্দর্য নষ্ট করে অপরদিকে আবার ঠোঁটে ব্রণ হলেও আমাদের মুখে সৌন্দর্য আরো নষ্ট করে। আমরা কোন কিছু না পেয়ে বিভিন্ন রকম জিনিস আমরা মুখে মাখতে থাকি । এর ফলে আমাদের ব্রণ ভালো হওয়ার থেকে আরো খারাপ হয়ে ওঠে।

Whatsapp Group Join
Telegram channel Join

 ঠোটের উপর ব্রণ হলে জিভ দিয়ে সেটাকে নাড়াবেন না অথবা দাঁত দিয়ে সেটাকে কাটবেন না এতে যেমন যন্ত্রণা হতে পারে তেমনি আপনার ঠোঁট কালো হয়ে মুখের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে । এই জন্য আমাদের দেওয়া ঘরোয়া পদ্ধতি বব্যবহার করুন।

ঠোটকে শুষ্ক না করেও আপনি এই ব্রণ ও ভালো করতে পারেন। ক্যাস্টর অয়েল এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে। কাজটার অয়েল প্রথমে আপনার ঠোঁটটিকে হালকা জলে ভেজে নিতে হবে। তারপর এরপর ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে।

ঠোটের উপরে থাকা ব্রণ যদি আপনি রাতারাতি পরিত্রান পেতে চান তাহলে  এবং পাতিলেবুর রস লাগিয়ে সেটি ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখছেন যে আপনার ঠোঁটের ব্রণ একেবারে ভালো হয়ে যাবে।

আরো পড়ুন:-Home remedies for Toothache: হঠাৎ শীতে তাদের ব্যথা। ঘরোয়া টোটকা ব্যথা কমান

এছাড়াও কাঁচা হলুদ ব্রণ উপকারের পক্ষে খুবই উপযোগী কাঁচা হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ব্রণ থেকে আমাদের মুক্তি দেয়। কাঁচা হলুদ বেটে ব্রণের উপর লাগিয়ে রাখুন প্রায় কুড়ি মিনিট ধরে আপনার ব্রণ খুব তাড়াতাড়ি সেরে যাবে।

সূত্র:-TV9 বাংলা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।