MI Captain 2024 IPL: রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হচ্ছে কে?

আইপিএল ২০২৪ এ মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ বারের বিজয়ী রোহিত শর্মাকে সরিয়ে নতুন ক্যাপ্টেন বেছে নিল তার দল। আজ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের থেকে হার্দিক পান্ডিয়া কে নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় ২০২৪ এর IPL জন্য।

Whatsapp Group Join
Telegram channel Join

গুজরাট টাইটান থেকে হার্দিক পান্ডিয়া কে রিলিজ করার পর মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে কিনে নেয়। তারপর অনেকেরই এটি আন্দাজ ছিল যে হার্দিক পান্ডিয়া ভবিষ্যতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন হতে পারে। আজ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের হেড কোচ মহিলা জয়পুর ধন ঘোষণা করে যে হার্দিক পান্ডিয়া হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের নতুন ক্যাপ্টেন।সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিংহ হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। তিনিও বলেন,”রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ বারের কাপ জিতেছে কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা রোহিত শর্মাকে আগামী আইপিএলে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছি।”

হার্দিক পান্ডিয়া গুজরাটের দলের হয়ে পরপর দু’বছর ক্যাপ্টেন ের এক্সপেরিয়েন্স রয়েছে। তিনি প্রথমবার ২০২২ আইপিএল-এ ট্রফি জিতে ও ২০২৩-এ চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনাল খেলে।

জয়বর্ধন রোহিত শর্মাকে বলেন যে তিনি মুম্বাই দলের হয়ে পাঁচবারের টাইটেল জিতেছে আর আমাদের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডা ও ভবিষ্যতে সেই আশাই পূরণ করবে। তিনি বলেন,”

হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে তাকিয়ে আছে মুম্বাইয়ের নতুন ফ্যানরা। গুজরাটের হয়ে ওর দু বছরের ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’’

বৃহস্পতিবার কলকাতার দলে নীতিশ রানাকে সরিয়ে শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন করা হয়। ঠিকঠাক ২৪ ঘন্টার পর মুম্বাই ইন্ডিয়ান্স দলের রোহিত শর্মা কে সরিয়ে নতুন ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়া-কে। প্রথম থেকেই হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে খেলা আইপিএল খেলা শুরু করে। তারপর দু’বছর গুজরাটে অধিনায়ক হিসেবে তাকে দেখা যায়। আর সেই দু বছরের মধ্যে এক বছর গুজরাট টাইটান্সে আইপিএল ২০২২ এ কাপ জিতে এবং ২০২৩-এ ফাইনাল খেলা সুযোগ পায়। মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্বপ্ন যে এ বছর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার কাপ্তানিতে কাপ জেতার একটা আশা রাখছে।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।