Delhi capitals news: ১৪ মাস থেকে দূরে থাকার পর অবশেষে মাঠে দেখান নিল ভারতের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এর। কদিন আগে বারোটা NCA ভারতের হয়ে খেলার ছাড়পত্র দেয়। তবে ব্যাটিং করতে পারলেও বোলিং করতে পারবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। পরে অবশ্য এনসিএ তার কিপিং নিয়ে ছাড়পত্র দিয়েছে। প্রথমে জল্পনা চলছিল ঋষভ পন্থ -এর বদলে ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন হিসেবে খেলবে। পরে জানা যায় যে ঋষভ পন্থ এই দিল্লি ক্যাপিটালের ক্যাপ্টেন হবে।
ডেভিড ওয়ার্নার অবশ্য আগে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে কয়েক বছর ক্যাপ্টেন করেছে। এবং ওপেনার হিসেবে ব্যাটিং ও তার দুর্দান্ত। অপরদিকে কিপিং হিসেবে ঋষভ পন্থ বদলে দেখতে পাওয়া যেতে পারে অভিষেক পোড়েলকে।
এখন ঋষভ পন্থ মাঠে ফিরছেন তাই তার হাতেই থাকবে ক্যাপ্টেনের ভার। এই পরিস্থিতিতে রাতারাতি দিল্লি ক্যাপিটাল এর অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো ঋষভ পন্থকে।
দলের সহ কর্ণধার পারথ জিন্দাল বলেন, ‘আমরা ঋষভ পন্থকে আনন্দের সঙ্গে আমাদের দলের অধিনায়ক হিসেবে স্বাগত জানাচ্ছি। ভয়ডরহীনভাবে ও সবসময় ক্রিকেট খেলেছে ঋষভ পন্থ এবং এটা ও সুস্থ হওয়ার লড়াইয়েও দেখিয়েছে। ও দলের সঙ্গে ম্যাচ খেলতে হেঁটে আসছে এটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি।’
আরো পড়ুন:-Virat Kohli new hair style: আইপিএলের আগে নতুন চুলের স্টাইলে বিরাট কোহলি
দিল্লির অপর কর্ণধার কিরণ কুমার গ্র্যান্ডিও একই কথা বলেন। তিনি বলেন, ‘নিজের জীবনের অন্যতম চ্যালেঞ্জিং সময়ে ঋষভ দুর্দান্ত লড়াই করেছে। আমার কোনও দ্বিধা নেই যে ওর কামব্যাকের ফলে ওর সতীর্থরা মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে এবং নতুন মরশুমের দিকে তাকিয়ে থাকবে। অধিনায়ক ঋষভ পন্থ তোমাকে আমাদের শুভেচ্ছা।’
উৎস:এই সময়