Indian Bank Officer Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্ক এর লোকাল ব্রাঞ্চ গুলিতে নতুন করে অফিসার নিয়োগ করা হবে, প্রায় তিনশরও বেশি শূন্য পদ রয়েছে আমাদের প্রতিবেদনে আমরা চাকরির তারিখ রিক্রুটমেন্ট প্রসেস প্রভৃতি বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
বেকার যুবক যুবতীদের কাছে দারুন সুযোগ ইন্ডিয়ান ব্যাঙ্কের লোকাল ব্রাঞ্চগুলিতে নতুন অফিসার নিয়োগ হতে চলেছে। তিনশরও বেশি যুবক-যুবতী এই পদগুলিতে চাকরি পাবে। যারা ব্যাংকে চাকরি জন্য ইচ্ছুক বা ব্যাংকের চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এটি একটি বিশাল সুযোগ। একটা মোটা অংক টাকা ব্যাংক প্রদান করে এই অফিসার পদে যারা চাকরি করে। সারা ভারতবর্ষ জুড়ে এই পথটি খালি রয়েছে। সুতরাং যে কেউ চাকরি পেলে ভারতবর্ষের যে কোন জায়গায় থাকে এই পদের জন্য আবেদন করতে হবে।
Indian Bank Officer Recruitment এর গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের তারিখ – 13-08-2024
আবেদনের শেষ তারিখ – 02-09-2024
টাকা জমা দেওয়ার শেষ তারিখ – 02-09-2024
এডমিট কার্ড – Notify Later
পরীক্ষার তারিখ – Notify Later
অফিশিয়াল ওয়েবসাইট :- www.indianbank.in
Indian Bank Officer Recruitment ফ্রিজ এর গুরুত্বপূর্ণ তথ্য
General/OBC/EWS– Rs. 1000/-
• SC/ST/PH – Rs. 175/-
আবেদনের ফ্রিজ আপনি জমা দিতে পারবেন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে।
বয়সসীমা
ইন্ডিয়ান ব্যাংকে ব্রাঞ্চ গুলিতে অফিসার নিয়োগের জন্য আপনাদের বয়সসীমা একটা নির্ধারিত তথ্য ব্যাংক কর্তৃপক্ষ তাদের নোটিফিকেশনে জারি করেছে। এই নোটিফিকেশন অনুযায়ী আপনার বয়স মিনিমাম কুড়ি বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে ১লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সের সময়সীমা ছাড় রয়েছে।
মিনিমাম বয়স– ২০ বছর
সর্বোচ্চ বয়স-৩০ বছর
রাজ্যভিত্তিক পদের সংখ্যা
তামিলনাড়ু/পডুচেরি- ১৬০ টি পদ
কর্ণাটক– ৩৫ টি পদ
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা- ৫০ টি পদ
মহারাষ্ট্র– ৪০ টি পদ
গুজরাট– ১৫ টি পদ
মোট পদ সংখ্যা– ৩00 টি
বিভাগ অনুযায়ী পদের সংখ্যা
জেনারেল -১২৭ টি পোস্ট
ওবিসি -৭৯টি পোস্ট
EWS– ২৯ টি পোস্ট
SC-৪৪ টি পোস্ট
ST– ২১ টি পোস্ট
চাকরির বেতন
ইন্ডিয়ান ব্যাঙ্ক এর লোকাল ব্র্যান্ড গুলিতে অফিসারদের জন্য একটা বড় অংকের টাকা প্রদান করা হবে এই বেতনের লিমিট হল ৫০,০০০ থেকে ৮৬,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:– ইন্ডিয়ান ব্যাংকে অফিসার পদে চাকরির জন্য আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক পাস থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
ইন্ডিয়ান ব্যাংকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আবেদনের ফর্মটি পূরণ করে অনলাইনে টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলির মধ্যে হলো
শিক্ষাগত মার্ক শীট এবং সার্টিফিকেট
আধার কার্ড/প্যান কার্ড
পাসপোর্ট সাইজ ছবি
স্বাক্ষর
নির্বাচন মোড –
সিবিটি পরীক্ষা