Central Railway Apprentice Recruitment 2024: বেকার যুবক-যুবতীদের কাছে এক বিশাল সুযোগ ভারতীয় রেলওয়ে ৪ হাজার আরো বেশি পদে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। সেন্ট্রাল রেলওয়ে ( central railway) শিক্ষানবিশ (apprentice) পদে এই নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে অনলাইনে।
সেন্ট্রাল রেলওয়ে ‘সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল’ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাই চার হাজারেরও বেশি শূন্য পথ রয়েছে এই রেলের শিক্ষানবিস পদে। ১৬ ই আগস্ট থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। জন্য আপনাদের বয়স সীমা, কি কি লাগবে, আবেদন ফ্রিজ, সমস্ত কিছু আমাদের প্রতিবেদনে কি জানানো হয়েছে। বিস্তারিত করুন।
Central Railway Apprentice Recruitment 2024 এর গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম – Apprentice
- পদ সংখ্যা – 4096 পদ
- আবেদনের তারিখ – 16-08-2024
- আবেদনের শেষ তারিখ – 16-09-2024
- টাকা জমা দেওয়ার শেষ তারিখ – 16-09-2024
- এডমিট কার্ড – Notify Later
- মেরিট লিস্ট – November
- অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
Central Railway Apprentice Recruitment 2024 ফ্রিজ এর গুরুত্বপূর্ণ তথ্য
- General/OBC/EWS– Rs. 100/-
- SC/ST/PH/Female – Rs. 0/-
আবেদনের ফ্রিজ আপনি জমা দিতে পারবেন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে।
বয়স সীমা
ইন্ডিয়ান রেলওয়ে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আপনাদের বয়স হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এই বয়স আপনাদের ১৫ ই আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী হতে হবে। তপশিলি এবং উপ তপশিলি জাতির প্রার্থীরা কমপক্ষে পাঁচ বছরের করে ছাড় পাবেন আবেদনের জন্য। অর্থাৎ এই পদের আবেদনের জন্য দুই সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়স ২৯ বছর হলেই চলবে। ওবিসি যোগ্য প্রার্থীরা তিন বছরের ছায়া পাবে অর্থাৎ সর্বোচ্চ বয়স ২৭ বছর হলেই চলবে ।
- মিনিমাম বয়স– ১৫ বছর
- সর্বোচ্চ বয়স– ২৪ বছর
চাকরির বেতন
সেন্ট্রাল রেলওয়ে শিক্ষানবিস পদে যদি আপনি উন্নীত হন তাহলে আপনাকে একটা মোটা অংকের টাকা প্রদান করা হবে। যেহেতু এটা মাধ্যমিকের উপরে চাকরি তাই আপনাদের খুব একটা ভালো বড় অংকের না হলেও একটা ভালো অংকের টাকা দেওয়া হবে। এই পদে আপনি উন্নীত হলে আপনাকে তার ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়া হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা
সেন্ট্রাল রেলওয়ে শিক্ষানবিস পদে আবেদনের জন্য আপনাদের কমপক্ষে দশম বার হতে হবে বা আইআইটি থেকে আপনাকে ডিগ্রী প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক বা আইআইটি তে আপনার কমপক্ষে ৫০ শতাংশে বেশি নাম্বার হতে হবে। তবেই আপনি এই পদে আবেদনের জন্য যোগ্য হবে।
আবেদনের পদ্ধতি
সেন্ট্রাল রেলওয়ে ৪ হাজার আবেদনের জন্য আপনাদের সেন্ট্রাল রেলওয়ে সেল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এর সাথে আপনাদের গুরুত্বপূর্ণ নথি গুলি অবশ্যই যুক্ত করতে হবে। সেপ্টেম্বর এর ২ তারিখ অবধি আপনাদের এই আবেদন জমা নেওয়া হবে।।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলির মধ্যে হলো
- 10 তম / আইটিআই মার্ক শীট এবং শংসাপত্র
- আধার কার্ড/প্যান কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষর
নির্বাচন মোড –
সিবিটি পরীক্ষা