What we say Cricket in Hindi? ক্রিকেট শব্দটি কে হিন্দিতে কি বলা হয়? জানলে অবাক হবেন

ভারতে তথা এশিয়াতে ক্রিকেটপ্রেমীদের অভাব নেই। ছোট থেকে বড় সবাই ক্রিকেট খেলা দেখাতে এবং খেলতে চায়। গ্রাম থেকে শহরে অলিগলিতে ক্রিকেট সবার মধ্যে একটা প্রিয় খেলা হয়ে উঠেছে। কিন্তু কেউ কি জানে ক্রিকেটকে হিন্দিতে কি বলা হয় ? আপনি অবাক হবেন হয়তো বিশ্বাস করতে পারবেন না

Whatsapp Group Join
Telegram channel Join

What we say cricket in Hindi: ভারতের জাতীয় খেলা কবাটি হলেও এই সম্পর্কে অনেকে ধারণা নেই। কিন্তু ক্রিকেট সম্পর্কে ছোট থেকে বড় সবার মধ্যে উৎসাহ সারা বছরই লেগে থাকে। সবাই ছোট থেকে বড় ক্রিকেট দেখে বড় হয় এবং ক্রিকেট খেলেও বড় হয়। প্রতিদিনই সংবাদ তথা টিভি অথবা সোশ্যাল মিডিয়ার ক্রিকেট শব্দ আমরা শুনে থাকি। কিন্তু আমরা কেউই জানিনা ক্রিকেটের হিন্দি অর্থ কি। জানলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না যে ক্রিকেটে হিন্দি অর্থ সেই রকম হতে পারে ।যা অনেকটা হাস্যকর

Hindi meaning of Cricket (ক্রিকেটের হিন্দি অর্থ)

ক্রিকেটের হিন্দি অর্থ আমরা অনেকেই মনে করতে পারি যে হতে পারে ছোট্ট একটা শব্দ।  কিন্তু এই শব্দের অর্থ অনেকটা বড় এবং মুশকিল। ক্রিকেট শব্দের হিন্দি অর্থ হল “গোলগটম লকর পটম দেদানাদান প্রতিযোগিতা” অনেকে আবার ক্রিকেটের হিন্দি শব্দের অর্থ এটা হতে পারে বলে মনে করে না। তারা মনে করে যে ক্রিকেটে এই অর্থ বেশি কোন ভাষা।

আরো পড়ুন:Ind vs Ban test in Tata sky channel number: ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচটি টাটা স্কাইতে কোন চ্যানেলে দেখবেন 

Different meaning of Cricket related words(ক্রিকেটের সাথে যুক্ত অন্য শব্দগুলির অর্থ)

ক্রিকেটে আমরা ব্যাটসম্যানকে হিন্দিতে ‘বললেবাজ’ বলে থাকি। আবার বলার কে ‘গেন্দবাজ’ বলে থাকে। আবার ক্রিকেট খেলার বলকে ‘গেন্দ’ এবং আম্পায়ার কে ‘নির্ণায়ক’ নামে হিন্দিতে ডাকা হয়।

When does the cricket start in India (ক্রিকেট খেলা ভারতে কবে শুরু হয়)

মনে করা হয় ইংরেজদের শাসনকালে ইংরেজিরাই ১৭২১ খ্রিস্টাব্দ থেকে ভারতে ক্রিকেট খেলা শুরু করে এই খেলা প্রথমে তারা নিজেরাই নিজেদের মধ্যে ফেলতো। ১৭৭২ খ্রিস্টাব্দে মুম্বাইয়ে প্রথম ক্রিকেট খেলা চালু হয়। তারপর থেকেই ভারতীয়রা ক্রিকেট খেলতে শুরু করে। 

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।