WB Farmer Scheme Last date:  প্রতি মাসে কৃষক বন্ধুরা ১০০০ টাকা করে পাবে, এই ফর্মটি জমা দিলে

WB Farmer Scheme Last date: পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য এক দারুন খবর। পশ্চিমবঙ্গের সরকার কৃষক ভাতা (Kishok Bhata) প্রদান করছে। এই ভাতার আওতায় প্রত্যেক মাসে ১০০০ টাকা করে আর্থিকভাবে সাহায্য পাবে। এই ভাতার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি নথিপত্র লাগবে, শেষ তারিখ, কোথায় জমা দিতে হবে সবই আমরা আমাদের প্রতিবেদনে জানিয়েছি । সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Whatsapp Group Join
Telegram channel Join

কৃষক ভাতা (Kishok Bhata) উদ্দেশ্য কি? 

 মূলত আর্থিকভাবে দুর্বল কৃষকদের সাহায্য করা অর্থাৎ যেসব কৃষকদের বয়স ৬০ বছরের উর্ধ্বে যারা এখনো কৃষি কাজ করতে অক্ষম হয়ে পড়েছে। তাদের জন্য মাসিক ১০০০ টাকা দিয়ে সাহায্য করা হলো এইসব ভাতার মূল উদ্দেশ্য।

কৃষক ভাতা (Kishok Bhata) আবেদনের নিয়মসূচি 

কৃষক ভাতা (Kishok Bhata)  প্রকল্পের আবেদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিছু নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। সেগুলি হল

  1. আবেদনকারী প্রত্যেকটি কৃষকের বয়স ৬০ বছরের বেশি হতে হবে। 
  2. তপশিলি বা উপজাতি ক্ষেত্রে ৫৫ বছরের বয়সে আবেদন করতে পারবে। 
  3. প্রতিটি আবেদনকারী কৃষককে কমপক্ষে ১০ বছরে পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাস করতে হবে। 
  4. কৃষকের জমির পরিমাণ এক একর (৩ বিঘা) বা তার নিচে হতে হবে।
  5. বর্গাকারদের জন্য জমির পরিমাণ ২ একরের বা তার নিচে হতে হবে।
  6. আবেদনকারী কৃষক কোন প্রকারের কেন্দ্র বা রাজ্য সরকারের ভাতা পেয়ে থাকলে তারা এই আবেদন করতে পারবে না।
  7. ভূমিহীন কৃষক তারা অবশ্যই এই ভাতা আওতায় আবেদন করতে পারবে। 

কৃষক ভাতা (Kishok Bhata) ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন?

আবেদনকারী কৃষককে তার ফর্মটি সংগ্রহের জন্য তার নিজের স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস, মহকুমা সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা অফিস অধিকর্তার অফিস থেকে এই ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

অথবা রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারবেন।

কৃষক ভাতা (Kishok Bhata) ফর্মটি কিভাবে পূরণ করবেন?

  1. কিছু কথা ফর্ম কি পূরণ করার জন্য আপনার নাম পিতা বা স্বামীর নাম বয়স এবং শারীরিক অক্ষমতা প্রমাণ আপনাকে দিতে হবে যদি প্রয়োজন পড়ে। 
  2. সেই সঙ্গে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা, গ্রাম ,পোস্ট অফিস ,থানা, ব্লক, জেলা ইত্যাদি তথ্য বাংলা অক্ষরে পূরণ করতে হবে। 
  3. সেই সঙ্গে আপনার ভোটার কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর দিতে হবে। 
  4. এছাড়াও জমির পরিমাণ, খতিয়ান নম্বর, জমির সম্পূর্ণ বিবরণ এবং বর্তমান চাষযোগ্য জমির পরিমাণ সবকিছু উল্লেখ করতে হবে।।
  5. আবেদনকারী কৃষকের পরিবারের সদস্যের বয়স, নাম, পেশা, তাদের আয় উল্লেখ করতে হবে।
  6. ফমটি পূরণ করার পর আপনাকে তার সঙ্গে কিছু নথিপত্র এর জেরক্স দিতে হবে।

আরো পড়ুন: SSC GD last date to apply 2024: SSC GD এ মাধ্যমে মাধ্যমিক পাশে ৩৯,৮৮১টি শূন্যপদে নিয়োগ। বেতন ৬৭,০০০ টাকা

কৃষক ভাতা (Kishok Bhata) ফর্মটি জমা দেওয়ার সময় কি কি নথিপত্র লাগবে? 

  1. আবেদনকারীকে তার বয়সের প্রমাণপত্র এর জেরক্স জমা দিতে হবে।
  2. আপনি যদি বিকলাঙ্গ হন বা প্রতিবন্ধী হন তাহলে তার উপযুক্ত প্রমাণ বা সার্টিফিকেট দিতে হবে 
  3. আপনার জমির প্রচার কপি আপনাকে দিতে হবে 
  4. আবেদনকারী নিজ হাতে চাষ করে কিনা এবং কতদিন এই রাজ্যে বাস করছে তার প্রমাণ পত্র দিতে হবে 
  5. যদি আপনি তপশিলি বা উপজাতি হয়ে থাকেন তবে তার প্রমাণপত্র দিতে হবে
  6.  কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোন ভাতা আপনি পান কিনা তার প্রমাণস্বরূপ স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক এর শংসাপত্র জমা দিতে হবে।
  7. সনাক্তকরণের জন্য গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল প্রধানের সীলমোহর সহ সম্পূর্ণ স্বাক্ষর করতে হবে সমস্ত জেরক্স এর উপরে। 

কৃষক ভাতা (Kishok Bhata) ফর্মটি কোথায় জমা দেবেন? 

কৃষক ভাতা প্রকল্পের ফর্মটি আপনাদের জমা দেওয়ার জন্য আপনার স্থানীয় ব্লক, কৃষি অধিকর্তা অফিস অথবা মহকুমা জেলা অফিসে আপনাদের নিজ হাতে জমা দিতে হবে।

কৃষক ভাতা (Kishok Bhata) আবেদনের শেষ তারিখ(WB Farmer Scheme Last date)

কৃষক ভাতা প্রকল্পের আবেদনের জন্য আপনাদের ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়াটি চলবে ৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

official website: click Here

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।