চন্দ্রযান-৩ সফলতার পর ইসরোর আদিত্য L-1 মিশনটি সূর্যের কাছে পৌঁছালো। ১৩৭ দিন অপেক্ষা করার পর আদিত্য এলওয়ান মিশনটি সফলতা পেল। ২০২৪ এ বছরের শুরুতে ৬ জানুয়ারি এল১ জানটি সূর্যের নিকটবর্তী কক্ষপথ হ্যালো তে গিয়ে পৌঁছায়। গত ২৩ শে আগস্ট চন্দ্রযান থ্রি চাঁদের বুকে পা রাখে।
আদিত্য এলওয়ানের সাফল্যর পর প্রধানমন্ত্রী বলেন,” ভারত আর একটি মাইল ফলক তৈরি করল। ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম পর এই মিশনটির সফল হয়েছে যা ওদের লাগাতার পরিশ্রমের ফল। এই অসামান্য সফলতাকে স্বাগত জানাতে সমস্ত দেশব্যাপী আজ যুক্ত হয়েছে। মানবতার স্বার্থে আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন কীর্তি তৈরি করে চলেছে।
আরো পড়ুন:-UPI Transfer in Hospital: এবার থেকে হসপিটালেই UPI মাধ্যমে হবে পেমেন্ট । নতুন নির্দেশ পড়ুন
প্রায় ১২৫ দিনের সময় লেগেছে আদিত্য এলোয়ান মিশন টি সম্পন্ন হতে। এই 125 দিনের মধ্যে এই যানটি প্রায় ১৫ লক্ষ পথ পাড়ি দিয়ে সূর্যের নিকটবর্তী কক্ষপথ লাগ্র্যাঞ্জ পয়েন্টে গিয়ে পৌঁছে। এখন থেকে ২৪ ঘন্টা সূর্যের উপর নজর থাকবে এই জানটি যা থেকে আমরা তথ্য পাবো প্রতিদিন। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে পিএসএলভি C 57 রকেটে চলে পাড়ি দেয় সূর্যের উদ্দেশ্যে।