সারা বিশ্ব জুড়ে সবাই যখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারের দিকে মুখিয়ে আছে। এমন সময় IMF বা ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড সতর্ক করলো যে এই ব্যবহারের ফলে আগামী দিনে প্রায় 40% মানুষের চাকরি যেতে পারে। একদিকে যেমন এয়াই ব্যবহারে ফলে মানুষের অনেক কাজের সময় এবং পরিশ্রম কমেছে আবার অপরদিকে এই AI মানুষের জীবনে দুর্যোগ ডেকে আনছে।
আইএমএফ তাদের রিপোর্টে জানায় যে এই ব্যবহারের ফলে বিশেষ করে উন্নত দেশগুলির ক্ষেত্রে বেশি সমস্যা দেখা যাবে । কিন্তু এই সমস্যা উন্নত দেশগুলির ক্ষেত্রে কিছুটা কম হবে। কারণ উন্নতশীল দেশগুলি এই এআইয়ের ব্যবহার তুলনামূলকভাবে কম করে।
আবার কিছু কিছু ক্ষেত্রে এই আই এর প্রভাব এতটাই হবে যে চাকরি প্রায় পুরো অংশটাই AI দখল করে নিতে পারে। উন্নত দেশগুলির ক্ষেত্রে এই সমস্যা তাদের অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে। প্রায় ৬০ শতাংশ অর্থনীতি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকোবে পড়বে। তবে উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকোপ থাকবে প্রায় ২৬ শতাংশ।
২০২৩ সালের গোল্ডম্যান সেটের রিপোর্ট অনুযায়ী প্রায় ৩০০ মিলিয়ন ফুল টাইম চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে দিতে পারে। সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের ও সুযোগ সৃষ্টি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যেমন দক্ষ মানুষের বেশি চাহিদা বাড়বে অপরদিকে কম দক্ষ মানুষের চাহিদা কমবে। এর ফলে কম বয়সী দক্ষ মানুষের চাহিদা বাড়বে এবং বয়স্ক মানুষের চাহিদা কমবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে কম বয়সী মানুষের বেতন বেশি হবে কিন্তু এর ফলে এক বেতন বৈষম্যের সৃষ্টি হবে।
আরো পড়ুন:-SBI PO Mains Result 2023: ফল বেরোলো।আপনি কি সিলেক্ট হয়েছেন দেখেন ?
সেই প্রসঙ্গে একটি ব্লগ পোস্টে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিয়েভা বলেন, ‘বিশ্বের যে এক বৈষম্য আছে তা কৃত্রিম বুদ্ধিমত্তার বলে আরো বৃদ্ধি পাবে। এই সমস্যা যাতে ভবিষ্যতে না হয় বা কমানো যায় তা সমস্ত দেশের সাথে তাল মিলিয়ে একসাথে পদক্ষেপ নেবে।”