Bangla Diwas announced:’ বাংলা দিবস ‘এবং ‘বাংলা সংগীত’-এর ঘোষণা -মুখ্যমন্ত্রী

পহেলা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য কেন্দ্র থেকে 20 শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করার কথা হয় অনেকেই জানেন না যে ১৯৪৭ সালে ২০ শে জুন পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয়েছিল।অবশ্য এই নিয়ে অনেকেই বিতর্ক রয়েছে।

Whatsapp Group Join
Telegram channel Join

কেন্দ্রে তরফ থেকে ২০ এ জুন দিনটিকে ঘোষণা করা হয়েছে। অবশ্য মুখ্যমন্ত্রী এই নিয়ে কেন্দ্রের কাছে আপত্তি করেছে ।অবশেষে দীর্ঘ বিতর্কের পর পহেলা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হয় ।এই পহেলা বৈশাখ দিনটিকে বিশেষ বাংলা দিবস হিসেবে ঘোষণা করার জন্য বিধানসভায় এক বিল পাস করা হয় পশ্চিমবঙ্গে প্রায় 90% মানুষ এই দিনটিকে বাংলা দিবস হিসেবে ঘোষণা সম্মত হয়েছে।

আরো পড়ুন:-Why Korean hate indian? কোরিয়ানরা কেন ভারতীয় দিয়ে এত ঘৃণার চোখে দেখে?

মুখ্যমন্ত্রী এও ঘোষণা করে যে পয়লা বৈশাখ দিনটিতে’ বাংলার মাটি ,বাংলার জল ‘গানটি গাওয়া হবে রাজ্যের নিজস্ব এক জাতীয় সংগীত রয়েছে। এবার পয়লা বৈশাখ দিনটি দিয়ে যখন উদযাপন করা হবে তখন প্রথমে বাংলার মাটি বাংলার জল গানটি গা হবে। তারপর ভারতের জাতীয় সংগীত।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।