Ben Stokes out from IPL 2025: আইপিএল ২০২৫ এ মেগা নিলাম থেকে সরে দাঁড়ালো বেন স্টোক 

Ben Stokes out from IPL 2025: এবারে আইপিএল ২০২৫ এ মেগা নিলাম থেকে নাম সরিয়ে নিল ইংল্যান্ডের বেস্ট অলরাউন্ডার ক্রিকেটার বেন স্টোক। অতীতেও তিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এবারের নতুন নিয়ম অনুযায়ী যদি তিনি আইপিএল নিলামে নাম না লেখান তবে তাকে শাস্তি স্বরূপ আগামী বছরও খেলতে দেওয়া হবে না আইপিএলে।

Whatsapp Group Join
Telegram channel Join

এবারের ২০২৫ এর আইপিএল নিলাম মোট ১৫৭৪ জন খেলোয়াড় নাম লিখেছেন। ২০২৪ সালে ও বেন স্টোককে আইপিএলে খেলতে দেখতে পাইনি। পরে দুটো বছর তাকে আমরা বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী দেখতে পাবো না আইপিএলে। যার ফল স্বরূপ আমরা বেন স্টোক আইপিএল ২০২৭ সালে খেলতে দেখতে পাবো না।

বিসিসিআই এ নতুন নিয়ম অনুযায়ী নিলামে নাম নথিভুক্ত করার পর কোন প্লেয়ার যদি খেলতে মানা করে সেটা কোন কারণ বশত যদি হয় তবে তাদেরকে দু বছরের জন্য আইপিএল খেলতে দেওয়া হবে না। তবে যেসব প্লেয়ার চোটের জন্য আইপিএল থেকে সরে যাবে তাদের জন্য এই নিয়ম লাঘু হবে না।

আরো পড়ুন: KKR IPL 2025 retention player list: রিটেনশনের লিস্ট থেকে বাদ পড়তে পারে নীতিশ-রাসেল। কোন প্লেয়ার থাকবে KKR দলে? 

অনেক সময় অনেক বিদেশি প্লেয়ার বিনা কারণে আইপিএলের নাম লিখিয়ে নিলামে থেকে নাম সরিয়ে নেয় বা টুর্নামেন্ট চলাকালীন নাম সরিয়ে নেয়। যার ফলে আইপিএলের দলগুলিকে অনেক সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে দূর পাওয়ার জন্য বিসিসিআইয়ের এই কড়া নতুন নিয়ম চালু করা হয়েছে।

ব্রেন স্টোক সর্বপ্রথম আইপিএল ক্যারিয়ার শুরু করে ২০১৭ সাল থেকে তিনি প্রথম রাইজিং সুপার জয়েন্টের হয়ে ১৪.২৫ কোটি টাকায় সই করায়। ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালসে যান ১২.৫ কোটি টাকার বিনিময়ে।

প্রতিবেদনের উৎস: এই সময়

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।