Centre- State Meeting on 100 days work: লোকসভা ভোটের আগেই মিলবে ১০০দিনে কাজের টাকা। আজ বৈঠক কেন্দ্র এবং রাজ্যের

Centre- State Meeting on 100 days work:অনেকদিন ধরে রাজ্য সরকারের দাবি যে কেন্দ্র সরকারের থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়া যাচ্ছে না। আজ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বৈঠক হতে চলেছে। আজ জানা যাবে যে ১০০ দিনের কাজের টাকা কবে মিলতে পারে কিনা। গত ডিসেম্বর মাসে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই বকেয়া টাকা নিয়ে আলোচনা হয় তারপর রাজ্য সচিবদের শুরু হয়।

Whatsapp Group Join
Telegram channel Join

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কয়েক দিনের মধ্যে তাদের বকেয়া ১০০ দিনের টাকা মিটিয়ে দেবে। প্রায় ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিকের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই টাকা মিটিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। টাকা বিনিয়োগে যাতে অনিয়ম না হয় তার জন্য ৮ সদস্যরা কি কমিটি তৈরি করা হয়।

আরো পড়ুন:MI Captain 2024 IPL: রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হচ্ছে কে?

গত ২০ ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে কেন্দ্রীয় বকেয়া নিয়ে আধিকারিক স্তরে আলোচনা হবে। এরপরই গত ২৩ জানুয়ারি কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে প্রথম বৈঠক হয়। যদিও সেই বৈঠকে কোনও ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্র রাজ্য কোনও পক্ষই।

সূত্র: TV9 বাংলা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।