Check Aadhaar card real or fake: আপনার আধার নকল নয়তো না হলে হতে পারে ৩ বছরের জেল

Check Aadhaar card fake or real: এখন কোন কিছু করতে গেলে আধার কার্ডই আপনার অবশ্যই লাগবে । এমনকি ব্যাংক অ্যাকাউন্ট, এলপিজি গ্যাস থেকে মোবাইল সিম সবেতেই আধার কার্ড লিংক করতে হবে। এই আধার কার্ড যোগ করতে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে সময় কাটাতে হয়। কিন্তু আপনি কি জানেন যে এই আধার কার্ড বর্তমানে প্রচুর পরিমাণে জাল ও তৈরি হচ্ছে। এই সমস্যা কে রুখতে সরকার কঠোর শাস্তি ঘোষণা করেছে এমনকি তিন বছরের জেল হতে পারে আপনার।

Whatsapp Group Join
Telegram channel Join

কিভাবে জানলেন আপনার আধার কার্ডটি আসল না নকল? ( How will you know Aadhaar card real or fake?)

আপনার আসল আধার কার্ডটি আসল না নকল তা আপনি সহজেই বাড়িতে বসে তা জানতে পারবেন। এর জন্য এর জন্য সরকার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইউআইডিএআই একটি ভিডিও আপলোড করেছে। যা আপনি UIDAI অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন।

  1. প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.uidai.gov.in) যেতে হবে।
  2. তারপর আপনাকে Service section-এ গিয়ে Verify an Aadhaar No অপশনে ক্লিক করতে হবে।
  3. তারপর আপনাকে আধার কার্ডের নম্বরটি পূরণ করতে হবে তারপর আপনি ক্যাপচা আপনাকে পূরণ করতে হবে।
  4. এখন আপনাকে Proceed To Verify-এ ক্লিক করতে হবে।
  5. এবার আপনি সেখানে Aadhaar verification is completed লেখাটি দেখতে পাবেন। আর যদি আপনি এমন লেখা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার আধার যাচাই হয়ে গিয়েছে।

আরো পড়ুন:-Amazon Republic Day Sale: অ্যামাজনে চলছে Republic Day Sale ১০% ছাড়। জেনে নিন আকর্ষণীয় ছাড়

যদি আপনি আধার কার্ড চেক না করে জাল অথবা ভুয়া কার্ড ব্যবহার করেন তবে নিয়ম অনুযায়ী আপনার ১০০০০ টাকার জরিমানা এবং তিন বছরের জেল হতে পারে।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।