অ্যানিম্যাল এর পাশাপাশি শালার ও ডাংকি দুটি ছবিও চলছে সিনেমা হলে তবুও অ্যানিম্যাল এর রেকর্ড যেন বেড়েই চলেছে। বড়দিন উপলক্ষে এই ছবিটি মুক্তি পায়। মোট এই পর্যন্ত ২৫ দিনে এ
অ্যানিম্যাল ছবিটি আয় করেছে ৮৭৮ কোটি টাকা আর তার মধ্যে ভারতবর্ষে তার আয় ৫৩৪ কোটি টাকা।
হিন্দি, কর্নার, মালায়ালাম, তেলেগু মোট পাঁচটি ভাষায় এই ছবিটি মুক্তি পায়, ভারতবর্ষে। নানা বিতর্ক থাকা সত্ত্বেও এই ছবি নিয়ে দর্শকদের উল্লাস একেবারেই শেষ হয়ে যায় নি। কিছুদিন আগে ছত্রিশগড় এ এক মন্ত্রী তিনি এই ছবির বর্বরতা নিয়ে প্রশ্ন তুলে নিন্দা করে।
আরো পড়ুন:-Different Toothpaste Color: টুথপেস্ট এর গায়ে লাল সবুজ কালো বা নীল রং এর অর্থ কি?
সম্প্রতি এই প্রসঙ্গে বাংলার সুপারস্টার দেব নিয়ে অ্যানিম্যাল ছবি নিয়ে বলেন,” অ্যানিম্যাল ছবিটি নানা বিতর্ক থাকা সত্ত্বেও সিনেমা হলে কিন্তু ভালোই দর্শকেরা দেখছে। আমি এই বলবো না যে আমার এই ছবিটি খুব ভালো লেগেছে। কিন্তু প্রতিবাদ করব না। সিনেমার পরিচালক এক চিন্তা ভাবনা নিয়ে এই ছবিটি বানিয়েছে। সব সময় সিনেমা নিয়ে সোশ্যাল বার্তা দেওয়া যায় না। আমি এই ছবিটি নিয়ে প্রতিবাদ করব না। দর্শকেদের এই ছবিটি ভালো লেগেছে আর তারা দেখছে, আর কি চাই।”