Different Toothpaste Color: টুথপেস্ট এর গায়ে লাল সবুজ কালো বা নীল রং এর অর্থ কি?

আমরা অনেক সময় আমরা অনেক সময় টুথপেস্টের দোকানে যখন টুথপেস্ট কিনতে চাই তখন অনেক সময় লক্ষ্য করি যে টুথপেস্ট একেবারে শেষের দিকে আয় তো কার আকারের অনেক রকমের পেষ্ট কালার রয়েছে। কখনো তার প্রশ্ন করি না যে এই আয়তকার বিভিন্ন রCমের রং বিভিন্ন পেস্ট এর ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন? এই রং আসলে কি? রং এর দাম কত? reel অর্থ কি? vase অর্থ কি? এই রঙ দিয়ে নির্মাণ কোম্পানি কি বোঝাতে চাইছে আসুন জেনে নেই।

Whatsapp Group Join
Telegram channel Join

আসলে আমরা এই রং এর অর্থ বুঝতে গিয়ে অনেক সময় এই ভাবেই যে। এই বিভিন্ন লাল কালো নীল বা সবুজ রং দিয়ে নির্মাণ কোম্পানি তার টুথপেস্ট এর বিভিন্ন গুণমানকে বোঝাতে চেয়েছে। আবার কেউ সবুজ রং দেখে বলে যে এটি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান বা ভেষজ কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে। লাল রং কে বোঝায় যে এটি কোন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এছাড়াওকালো রং এর অর্থ কে বোঝাতে তারা বলে যে এটি প্রাকৃতিক উপাদান ও রাসায়নিক উপাদান দুটো দিয়েই তৈরি হয়েছে। বিষয়টা আমরা যা বুঝছি তা আদৌ সত্য নয়।

প্রস্তুতকারী সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে এই রং নিয়ে  আমাদের ধারণা সেটি আসলে এক ভ্রান্ত ধারণা। এই রং ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ বা প্রাকৃতিক কোন পদার্থকে বোঝানোর জন্য নয়। আসলে সব টুথপেষ্টটি রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি করা হয়। এই উপাদানগুলিকে বোঝাতে রংয়ের ব্যবহার করা হয় না।

আরো পড়ুন:-MI Captain 2024 IPL: রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হচ্ছে কে?

টুথপেস্টের কিউবে কত দূর পর্যন্ত কোলগেট এর পেস্ট ভরা হবে তা নির্দেশ করতেই এই রং ব্যবহার করা হয়। এই রং দেখে কম্পিউটার মেশিন যন্ত্র বুঝতে পারে যে কিউট থেকে কোথায় সিল করতে হবে বা কতদূর পর্যন্ত পেস্ট ভরা হবে।

আর কলগেটের পেস্ট কি দিয়ে তৈরি তা অবশ্যই পেস্টের গায়ে ভালো করে ইংরেজিতে লেখা আছে ।তা অবশ্যই জেনে রাখা ভালো।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।