Dinosaurs dance video on song: পাঞ্জাবি গানে দাপিয়ে নাচছে ‘ডাইনোসর’। দেখুন ভাইরাল ভিডিও

Dinosaurs dance video on song: কয়েক লাখ বছর আগে ডাইনোসরের অস্তিত্ব এই পৃথিবীতে ছিল। কিন্তু এখন ডাইনোসরের কোন অস্তিত্ব এই পৃথিবীতে নেই । কিন্তু পাকিস্তানের একটি জেলায় পাঞ্জাবি গানে ডাইনোসরকে নাচতে দেখে সবাই অবাক। পাকিস্তানের এক বিনোদন পার্কে এই ভিডিও ধরা পড়ে।

Whatsapp Group Join
Telegram channel Join

পাকিস্তানের অবস্থিত একটি পার্কের নাম ডিনো ওয়ার্ল্ড। এই পার্কেই দেখা যায় পাঞ্জাবি ডাইনোসরকে নাচতে। তারপর টিকটকে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি।

আরো পড়ুন:-Fuchka with Chicken: ফুচকার ভিতর থেকে চিকেন। ভাইরাল ভিডিও

পার্কে কর্মরত কর্মচারীরা ডাইনোসরের পোশাক পড়ে এক পাঞ্জাবী গানে নাচতে থাকে । আর তাই দেখে ওই পার্কে আসা লোকেরা হাসি থামাতে পারেনা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরালের ঝড় তুলেছে।লোকেরাও এই ভিডিয়োতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট @imjustbesti হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।

পাঞ্জাবি গানে দাপিয়ে নাচছে ‘ডাইনোসর’। দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওটি পোশাক পরিহিত চারটি ডাইনোসর কে নাচতে দেখা যায় তাদের এই ভিডিওটি এখনো পর্যন্ত ৭৫ হাজারেও বেশি লোক দেখেছে। এই নাচ দেখতে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমেছে পার্কতে।এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট @imjustbesti হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।

সূএ: এইসময়

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।