Home remedies for Toothache: হঠাৎ শীতে তাদের ব্যথা। ঘরোয়া টোটকা ব্যথা কমান

Home remedies for toothache: অনেক সময় শীতকাল হঠাৎ দাঁতে ব্যথা করতে শুরু করে। দাঁতের ব্যথা এমন একটি ব্যথা যার হয় সেই একমাত্র বুঝতে পারে। তাদের ব্যথা হলে কান থেকে মাথা পর্যন্ত তীব্র যন্ত্রণা করতে শুরু করে। মুখ ফুলে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, এমনকি সারা রাত ঘুম হয় না। দাঁতের সমস্যা যুবক থেকে বয়স্ক মানুষেরও হতে পারে।

Whatsapp Group Join
Telegram channel Join

ব্যথা সহ্য করতে না পেরে অনেক সময় মনে হয় এইটা থেকে উপরে ফেলতে। যদি ঘরোয়া কোন ওষুধ না থাকে তবে খুবই দুর্ভোগে পড়তে হয় এই যন্ত্রণা নিয়ে সারা রাত। এবার ব্যথা হলে এই ঘরোয়া টোটকা ব্যবহার করুন এতে আপনার দাঁতের ব্যথা একদম কমে যাবে সঙ্গে সঙ্গে।

অনেকদিন আগে দাদু ঠাকুমারা এই ঘরোয়া ঔষধ ব্যবহার করতো। দাঁতের যন্ত্রণা কমানোর জন্য প্রথমে একটি প্যানেল মধ্যে এক টুকরো গোলমরিচ এবং লবঙ্গ নিয়ে নেড়ে নিতে হবে তারপর ঠান্ডা করে তাকে ভালো করে গুরো করেন।

গুরো করার পর এর সাথে এক চিমটি নুন মিশিয়ে নিতে হবে তারপর যেখানে ব্যথা করছে ওই জায়গায় ১০ মিনিট চেপে ধরে রাখতে হবে। কিছুক্ষণ পরে এই ব্যথা ধীরে ধীরে কমে যাবে।

আরো পড়ুন:-What do Astronauts eat? বিস্কুট থেকে নুন কোন কিছুই খাওয়া চলে না; তবে মহাকাশচারীরা কি খায়

এক বাটি জল নিয়ে মধ্যে ফটকিরি দিয়ে দিনে কমপক্ষে 8 থেকে 10 বার কুলুচি করতে হবে এই কুলুচি করলে আপনার দাঁতের ব্যথা অনেকটা কমে যাবে। এটি অত্যন্ত সহজ একটি ঘরোয়া উপায়।

আবার এক কোয়া রসুন নিন। রসুনটিকে বেটে তার সাথে নুন মিশিয়ে যেখানে যন্ত্রণা হচ্ছে ওই জায়গায় চেপে ধরুন। কিছুক্ষণ পর এই যন্ত্রণা কমে যাবে।

নিউজ উৎস:TV9বাংলা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।