Hotstar News:বর্তমানে OTT প্ল্যাটফর্ম গুলো রমরমিয়ে চলছে ।বিভিন্ন টেলিকম কোম্পানিগুলিও তাদের রিচার্জের সাথে OTT সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে। এদিকে OTT প্ল্যাটফর্ম গুলি তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্য পাসওয়ার্ড শেয়ারে ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন আগে নেটফ্লিক্স (Netflix) তাদের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে। অর্থাৎ এখন থেকে আপনি আর ডিজনি প্লাস হটস্টার(Hotstar) পাসওয়ার্ড অপরকে শেয়ার করতে পারবেন না।
আরো পড়ুন: https://banglanewsguru.in/realme-12-pro-phone/
আপনি এখন থেকে ডিজনি প্লাস হটস্টারের পাসওয়ার্ড কোন বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন না। শেয়ার করলে আপনার একাউন্টে বন্ধ করে দেওয়া হবে। কেবলমাত্র আপনার পরিবারের কেউ আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। পরিবারের ছাড়া অন্য কেউ এই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন না।
Hotstar এর পক্ষ থেকে জানানো হয়েছে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হলে গ্রাহক সংখ্যা আরো বাড়বে। যদি কেউ এই পাসওয়ার্ড ওপর কারো সঙ্গে শেয়ার করতে চায় তবে তাকে অতিরিক্ত টাকা দিতে হবে।