Ind vs Bangladesh test live score- Akash Deep: পরপর দুই বলে দুটি উইকেট বাংলাদেশের বিরুদ্ধে।  ভারতীয় এই ফাস্ট বোলারের এক অন্যতম রেকর্ড 

India vs Bangladesh test live score Akash Deep :বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম ইনিংস টি ৩৭৬ রানে শেষ হয়ে যায় ।তারপর বাংলাদেশের ইনিংস শুরু হয়। এখন বাংলাদেশের স্কোর ২৬/৩। 

Whatsapp Group Join
Telegram channel Join

গুরুত্বপূর্ণ তথ্য

  • ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬/১০
  • রবিচন্দ্রন অশ্বিন কেবলমাত্র ১১৩ রান করে
  • বাংলাদেশের হাসান মাহমুদ ৫ উইকেট নেয়
  • বাংলাদেশের বর্তমান স্কোর ২৬/৩

বাংলাদেশ বনাম ভারতের টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারত ব্যাট করে ৩৭৬ রানে সব উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। তারপর বাংলাদেশকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করে শুরুতেই জশপ্রীত বুমরার বলে বাংলাদেশের সাদমান ইসলাম বোল্ট হয়ে ফিরে যায় ড্রেসিং রুমে। 

তারপর অশ্বিন ও আকাশ দ্বীপ বল করতে থাকে । আকাশ দ্বীপের দ্বিতীয় ওভারে পরপর দুটি বলে বোল্ট হয়ে ফিরে যায় বাংলাদেশে দুই বাঁ হাতি ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন হল নাজমুল শান্ত এবং জাকির হাসান। 

কিন্তু দ্বিতীয় বল মুশফিক রহিম ডিপেন্ড করে দেয়। আর একটুর জন্য টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক এর থেকে বেঁচে যায় আকাশ দ্বীপ।

মধ্যাহ্নভোজনে আগে পর্যন্ত বাংলাদেশের বর্তমান স্কোর ৯ ওভার ৩ উইকেট হারিয়ে ২৬রান।

আরো পড়ুন:-ind vs ban test live score:মধ্যাহ্নভোজে ভারত ৮৮-৩, রোহিত, কোহলি, শুভমন আউট, লড়ছেন পন্থ-যশস্বী

আকাশদীপ ভারতে ঘরোয়া ক্রিকেট দিলীপ ট্রফিতে ভালো প্রদর্শন করার তাকে এবারে বাংলাদেশের বিরুদ্ধে একাদশে স্থান দেওয়া হয়।  

প্রথম ম্যাচ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে খেলে। প্রথম টেস্টেই তার তিন উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 

এখনো পর্যন্ত দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কেবলমাত্র দুটি ওভার করে দুটি উইকেট নেয়। তাও আবার পরপর দুটি বলে দুই বাঁ হাতে ব্যাটসম্যানকে বোল্ড করে।

প্রথম দিন ভারতের ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচে ভারতের ৬কে হারিয়ে ৩৩৯ রান করে। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন একমাত্র সেঞ্চুরি করে। আজকে দ্বিতীয় দিনে কেবলমাত্র ৩৭ রানে ভারতের বাকি চারটি উইকেট আউট হয়ে যায়। 

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ পাঁচটি উইকেট এবং তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেয়।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।