India vs England: প্রথম টেস্টের বদলা নিল রোহিতরা, কত রানে ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরালো ভারত ?

India vs England: হায়দ্রাবাদের প্রথম টেস্টের হারের বদলা নিল রোহিতরা বিশাখাপত্তনাম-এ। ১০৬ টা নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ভারত একে একে সমতা ফেরালো এবং ইংল্যান্ডের ‘বাজবল’ পড়লো মুক্ থুবড়ে।

Whatsapp Group Join
Telegram channel Join

শুরু থেকেই ইংল্যান্ডের স্বভাব এক আক্রমণাত্মকভাবে খেলা এবং বিপক্ষ দলকে তাদের থেকে কিছুটা ব্যাগ ফুটে রাখা। কিন্তু শেষ রক্ষা আর হলো না বিশাখাপত্তানামে টেস্টের। আজ দিনের টেস্ট খেলার ম্যাচ শেষ হলো চার দিনে। চতুর্থ দিনে ৬৫ রানে  হাতে নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড জ্যাক ক্রলি আর রেহান আহমেদ নিয়ে। অপরদিকে যশপ্রীত বুমরা ও অন্য দিকে অক্ষর পটেলকে  এর জুটি বল হাতে বল করে । মাত্র ২৩ রানে আউট করে দেয় রেহান আহমেদকে যা ছিল ইংল্যান্ডে দ্বিতীয় উইকেট।

ইংল্যান্ডের অধিনায়ক বলে যে লক্ষ যতই বড় হোক না কেন তারা কোন মতেই খেলার ধরুন পাল্টাবে না। সেই মত মাঠে এসে ওলি পোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ, রিভার্স সুইপ খেলতে থাকে। তারপর রবিচন্দ্রন অশ্বিন ২১ বলে ২৩ রান করে আউট করে দেয় ওলি পপকে। তারপর একের পর এক বড় শট খেলতে গিয়ে পিনে আউট হয়ে যায় ইংল্যান্ডের বড় বড় সব ক্রিকেটার।

আরো পড়ুন:MBSG Vs EBFC: ওটা গোল নয় ফাউল ছিল, রেফারিকে প্রশ্ন করলেন কুয়াদ্রাত

 ২৯২ রানে ইংল্যান্ডের সবকটি উইকেট হারিয়ে ফেলে। লক্ষ্য ছিল ৩৯৯ রান।  এরপর ইংল্যান্ড ১০৬ রানে তাদের দ্বিতীয় টেস্ট হেরে যায়। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজে দুটি ম্যাচে একটি ইংল্যান্ড জয় অপরটি ভারতের জয় । এখন বাকি তিনটি ম্যাচে দেখার বিষয় কে এই সিরিজ জয় করতে পারে।

সূএ: আনন্দবাজার পত্রিকা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।