আসন্ন আইপিএল ২০২৫ নিলামে নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই। প্রতিটি দল তাদের দলের মোট ছয় জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে। বিদেশি প্লেয়ারদের ধরে রাখার ক্ষেত্রে কোন নিয়ম এখনো জারি করেনি বিসিসিআই। ফলে কোন দল কোন প্লেয়ার কে ধরে রাখবে বা কাকে ছাড়বে সেটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই বছরে শেষের দিকে মেগা নিলাম শুরু হতে চলেছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় বা ডিসেম্বর মাসে এই মেগা নিলাম হতে আমরা দেখতে পেতে পারি। ২০২৪ এ আইপিএলে চ্যাম্পিয়ন দল হয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ২০২৫ থেকে সমস্ত দলের প্লেয়ারদের এবার ভেঙ্গে নতুন দল করতে হবে। তাই এবারে সকল দলের কাছে চ্যালেঞ্জটা অনেকটা বেশি।
মাত্র ৬ জন করে প্লেয়ার একটি দল ধরে রাখতে পারবে। এখানে কেকেআর তার দলের জন্য কোন কোন প্লেয়ার ধরে রাখবে তা এখনো জানা যায়নি।
বিসিসিআইয়ের নতুন নিয়মে বলা হয়েছে প্রত্যেকটা আইপিএল সর্বাধিক পাঁচ জন ক্যাপট এবং দুজন আনক্যাপট প্লেয়ার ধরে রাখতে পারবে। কলকাতা নাইট রাইডার্স এবার রিংকু সিং কে ধরে রাখতে পারে বলে অনেকে মনে করছে। এছাড়াও এই দলের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইআরও থাকতে পারে।
KKR দলের রিটেনশন লিস্ট এর সম্ভাব্য প্লেয়ার
কেকেআর দলে রিটেনশন লিস্টে সম্ভাব্য প্লেয়ার গুলির মধ্যে হতে পারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, রিংকু সিং, ফিল সল্ট, সুনীল নারিন, মিচেল স্টার্ক/ আন্দ্রে রাসেল, হষিত রানা
তবে এটাকে কি আর দলের কাছে চিন্তার বিষয় যে রাসেল আর নীতিশ রানা, এই দলে থাকবে কিনা। গত বছর ফিল সল্ট, সুনীল নারিন খুব ভালো পারফরমেন্স করেছে দলের হয়ে। তাই তাদেরকে দল থেকে বাদ দেয়ার কোন প্রশ্নই ওঠে না। নিয়ম অনুযায়ী সল্টকে ধরে রাখতে হলে আর একজন বিদেশী প্লেয়ারকে ধরে রাখতে পারবে। তবে সেটা কোন দুজন বিদেশি প্লেয়ার হতে পারে তা নিলাম এর আগে বোঝা বড় মুশকিল।
গত বছর কেকেআর কে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে তাদের দলে ফেরায় এই সর্বাধিক বেতন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে তবে এ বছরে বিসিসিআই নিয়ম অনুযায়ী কোন বিদেশি প্লেয়ার ১৮ কোটি টাকার বেশি পাবে না।
হয়তো স্টার্ক আইপিএল দলে কেকেআরের হাত থেকে ছিটকে যেতে পারে।