MBSG Vs EBFC: ওটা গোল নয় ফাউল ছিল, রেফারিকে প্রশ্ন করলেন কুয়াদ্রাত

MBSG Vs EBFC: একেবারে শেষের গোলটি নিয়ে খুবই প্রশ্ন তুললেন কুয়াদ্রাত যে ওই গোলটি যে করা হয়েছে তা ফাউল ছিল গোল নয়। তার মতে আগেই নন্দকুমার ফাউল করেছিলেন আব্দুল সামাদ। এটা ছিল পরিষ্কার একটি ফাউল।

Whatsapp Group Join
Telegram channel Join

ইস্টবেঙ্গলের গোল নিয়ে মোহনবাগানের কোচ হাবাস রেগে লাল হয়ে বলেন। ইস্টবেঙ্গলের দেওয়া দ্বিতীয় গোলটি কোনরকম ফাউল ছিল না এই নিয়ে প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গলের কোচ ওয়াদ্দাতের উপর। 

আগের দিন দু’ বলে এগিয়ে থেকেও ইস্টবেঙ্গল শেষ রক্ষা করতে পারেনি। মোহনবাগান শেষ মতো দুই গোল দিয়ে ম্যাচে সমতা বিধান করে অর্থাৎ ড্র করে। এই শেষ গোলটি নিয়ে খুব প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের কোচ ওয়াদ্রাত।

লাল হলুদ এর কোচ এই নিয়ে বলেন’ “ম্যাচ খুব সুন্দর হয়েছে দু দলই হাড্ডাহাড্ডি খেলেছে। এক সেকেন্ডও কোন দল হাল ছেড়ে দেয়নি। আমাদের প্লেয়ারের পায়ে বলছিল। তবে তাকে যেভাবে ধাক্কা মারা হয়েছে ক্লান্তি বক্সে এটা ফাউল ছিল। সবাই সেটা দেখেছে। আলাদা করে কিছু বলার নেই।”

আরো পড়ুন:-MI Captain 2024 IPL: রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হচ্ছে কে?

আবার ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত  বলেন,”  আমাদের দারুন সুযোগ ছিল গোল করার কিন্তু আমরা সেই সুযোগ হারিয়েছি। নন্দকুমারের দারুন সুযোগ ছিল গোল করার কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। আমরা তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। অপরদিকে মোহনবাগান খুব ভালো একটা সুযোগ করতে পারিনি। যা ছিল আমাদের দলের কাছে সাফল্যের বিষয়।”

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।