কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রে জানান যে নতুন বছর থেকে সিবিএসই বোর্ডে পাঠক্রমে পরিবর্তন হতে চলেছে। এই বছর থেকে বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হবে। দুই পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মোট নম্বর বা ফল প্রকাশ করা হবে। এর ফলে ছাত্র-ছাত্রীদের বছরের শেষে যে একটা বাড়তি চাপ থাকে পুরো সিলেবাসের বা পাঠক্রমের উপর তা অনেকটা হালকা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এও জানায় যে ২০২০ সালে নতুন শিক্ষানীতি নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরীক্ষার্থীরা বছরে দুবার সময় পাবে তাদের পরীক্ষার ফল বাড়ানো।
পরীক্ষার্থীরা এমনকি তাদের পছন্দমত বিষয়টি বেছে নিতে পারবে। দশম শ্রেণী শিক্ষার্থীরা বিজ্ঞান কলা কিংবা অর্থনীতি বিষয়ে বেছে নিতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা দুটি ভাষাতে পরীক্ষা দিতে পারবে একটি হবে নিজস্ব ভাষা এবং অপরটি জাতীয় বা ভারতীয় ভাষা। এই সিদ্ধান্তে অনেক শিক্ষক- শিক্ষিকারা স্বাগত জানালেও, অনেকে আবার ভিন্নমত রয়েছে।
আরো পড়ুন:-Bangla Diwas announced:’ বাংলা দিবস ‘এবং ‘বাংলা সংগীত’-এর ঘোষণা -মুখ্যমন্ত্রী
নতুন নিয়মে এও বলা হয়েছে কোন শিক্ষার্থী যদি খেলার সাথে যুক্ত থাকে এবং ওইদিন যদি ওর কোন স্পোর্টস ইভেন্ট থাকে তাহলে সে ওই পরীক্ষার না দিতে পারে। তার জন্য অপর কোন তারিখে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু কোন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোন ছুটি দেওয়া হবে না। এই শিক্ষানীতি যেমন বহু রাজ্যে স্বাগত জানিয়েছে। তেমনি বহু রাজ্য এই নতুন শিক্ষা নীতি কে সরিয়ে নিজেদের রাজ্যভিত্তিক শিক্ষা নীতি চালু করতে চলেছে।