Paris Olympic 2024 shooting: অলিম্পিকের প্রথম দিনে শুটিংয়ের মিক্সড ইভেন্ট ব্যর্থ ভারত

Paris Olympic 2024 shooting: প্যারিস অলিম্পিকে প্রথম দিনে ভারতের মিক্স শুটিং টিম ব্যর্থতা হাত লাগলো। ১০ মিটার এয়ার রাইফেল ভারতের দুটো দলই সাফল্য এলোনা । অর্জুন ও রমিকা জুটির ষষ্ঠ স্থানে শেষ করে আর সন্দীপ এবং এলাভেনিলের জুটি ১২ তম স্থানের শেষ করে।

Whatsapp Group Join
Telegram channel Join

প্রায় ১২ বছর ভারত অলিম্পিকে শুটিংয়ে কোন পদক যেতে নেই ২০২৪ সালের প্যালেস অলিম্পিকে শুটিংয়ে দিকে পাখির চোখ করে রয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই শুটিং ধাক্কা খেলো ভারত। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইন ইভেন্টে ভারতের দুটো দল একটিতে এলোভেলিন ভালারিভান ও সন্দীপ সিং এবং অপরটিতে রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতার জুটি ব্যার্থ হল। তারা শেষ চারে জায়গা করতে পারল না।

এলোভেলিন ও সন্দীপ প্রথম রাউন্ডে ১২ তম স্থানের শেষ করে এবং তাদের মোট স্কোর ছিল ৬২৬.৩। অপরদিকে অর্জুন এবং রমিতা ষষ্ঠ স্থানে শেষ করে তাদের স্কোর ছিল ৬২৮.৭।

আরো পড়ুন:Paris Olympic 2024 full schedule of India: ভারতের খেলোয়াড়দের কবে কখন খেলা রয়েছে

অলিম্পিক নেক্সট ইভেন্টে এবারে নতুন সংযোজন বা নতুন নিয়ম যে সব থেকে বেশি দরকার হচ্ছে নির্ভুল লক্ষ্য। প্রতিটা দলের একজন ছেলে এবং একদল মেয়ে থাকবে এবং তারা প্রত্যেকটি কোয়ালিফিকেশনের জন্য ৬০ টা করে শর্ট নেবে। শীর্ষের শেষ করার চারটি দল পদকের রাউন্ডে যায়। আর এই চারটি দলের মধ্যেই হবে সোনা, রুপোর এবং ব্রঞ্জের মধ্যে লড়াই। ভারতের দুটো দলই এই প্রথম চারে জায়গা করে নিতে পারেনি। শুটিং য়ে ভারতের ২০২৪ অলিম্পিকে এই প্রথম ধাক্কা।

মিক্সট শুটিংএ ব্যর্থ হওয়ার পর ভারতের লক্ষ্য এখন ব্যক্তিগত ইভেন্টের বাছাই পর্বের দিকে। পুরুষ এবং মহিলা বাছাই পর্ব এখানে রয়েছে। যেখানে একটা সুযোগ হয়ে রয়েছে দেশের পদক জেতার।

এবারের শুটিংয়ে ভারতের সবথেকে বেশি খেলোয়াড় গিয়েছে অংশ নিতে। একটা ইভেন্টে ব্যর্থ হয়েছে ভারত কিন্তু শুটিং আরো অনেক এভেন্ট রয়েছ। মনু ভাকেবের নামা বাকি আছে। এর ফলে শুটিংয়ে এবার পদক আসবে বলে অনেকে আশা। দেশবাসীর ২৭ তারিখের সকালটা অনেকটা ব্যর্থতা হলেও বলবান ফোন ওয়ার চতুর্থ স্থানেই শেষ করে কোয়ালিফায়ারে প্রবেশ করতে না পারলেও তার কাছে সুযোগ রয়েছে রিপেচেজ এ গিয়ে কোয়ালিফায়ারে প্রবেশ করা

প্রতিবেদনে উৎস: Ei Samay

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।