Pradhan Mantri Awas Yojona: আগামী ৫ বছরে ২ কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র , নির্মলা

Pradhan Mantri Awas Yojona: আসন্ন লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকার তথা অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করে। একদিকে যেমন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojona) বকেয়া টাকা নিয়ে কেন্দ্র সরকারের সাথে লড়াই চলছে । সেই মুহূর্তে কিন্তু সরকার জানায় যে আগামী পাঁচ বছরের ২ কোটি বাড়ি তারা তৈরি করে দেবে।

Whatsapp Group Join
Telegram channel Join

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কোভিডের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে না পারলেও আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। আগামী পাঁচ বছরে আরো ২ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কারণ পরিবার বাড়ছে তাই এই সিদ্ধান্ত।

আরো পড়ুন:-Airtel New recharge plan: এবার থেকে এয়ারটেলে রিচার্জ এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন Hotstar এবং Netflix ফ্রি

এর পাশাপাশি, ভাড়াবাড়ি, বস্তি, চল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মানুষের জন্যও কেন্দ্র সরকার আগামী দিনে একাধিক প্রকল্প আনতে চলেছে । আবাস যোজনার আওতায় গ্রামীণ এলাকায় তৈরি হওয়া ৭০ শতাংশ বাড়ির মালিকানা মহিলাদের, কখনও একক ভাবে কখনও আবার যৌথ ভাবে।

নিউজ উৎস:- Abpnews

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।