এস বি আই পি ও মিনস রেজাল্ট ২০২৩(SBI Mains Result 2023) প্রকাশিত হলো। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের তৃতীয় পর্যায়ে সাইকোমেট্রিক দিতে হবে। এস বি আইপিও র রেজাল্ট দেখতে হলে আপনাকে যেতে হবে এস বি আই এর অফিশিয়াল ওয়েবসাইটে যা হলো SBI.co.in. ওই রেজাল্টে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এক পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে। আপনার রোল নাম্বারের সাহায্যে আপনি এই পিডিএফ থেকে আপনার ফল জানতে পারবেন। যারা এই তৃতীয় পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের এস বি আই এর তরফ থেকে ইমেল বা মেসেজের মাধ্যমে ফল জানানো হয়েছে।
আরো পড়ুন:-New CBSE syllabus: নতুন বছরে সিবিএসসি বোর্ডের পাঠ্যক্রমের পরিবর্তন। জেনে নিন
SBI PO Mains এর ফলাফল আপনি কিভাবে দেখবেন?
- প্রথমে আপনাকে এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট Sbi.co.in এ যেতে হবে।
- তারপর আপনাকে ওই পেজের উপরে থাকা হোম পেজে ‘কেরিয়ার ট্যাপ‘ ওপেন করতে হবে।
- এই পেজটি ওপেন করলে latest announced অপশনটি দেখতে পাবেন যেখানে এস বি আই ইউ মিন রেজাল্ট ২০২৩(SBI PO Mains result 2023) এর অপশন এ লিংক দেওয়া আছে। আর তাতে ক্লিক করলে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
সাইক্রোমেট্রিক টেস্ট বা তৃতীয় পর্যায়ে পরীক্ষা
প্রফেশনালি পরীক্ষা বা মেইন পরীক্ষায় পাশের পর এসবিআই পরীক্ষার্থীদের সাইক্রোমেট্রিক্স বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা দিতে হবে। সাইক্রোমেট্রিক্স পরীক্ষায় পাশের পর আপনাকে ইন্টারভিউ প্যানেলে দেখা হবে ।গত ৫ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষাটি নেওয়া হয় যাতে প্রায় দু হাজার পরীক্ষার্থী কে সিলেট করা হয়।