Shivling Recover from River in Karnataka: কর্নাটকের সীমান্তবর্তী রাইচূড় জেলার দেবসাগর গ্রাম সংলগ্ন কৃষ্ণা নদীতে সেতু নির্মাণের জন্য খনন কার্য চলছিল এমন সময় উঠে এলো এক মূর্তি যা হুবহু রামের মতো।
এখনকার্য থেকে উদ্ধার করা হয় এক বহু পুরানো বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গ। এই গ্রামটি তেলেঙ্গানা এবং কর্নাটকের সীমানা ভর্তি অঞ্চলে অবস্থিত মূর্তিটি দেখে মনে করা হচ্ছে এটি বহু বছর পুরনো যা হতে পারে প্রায় হাজার বছরেরও বেশি। ইতিমধ্যে সরকার এই মূর্তি দিকে আর্কি লজিক্যাল সার্ভেটে পাঠানো হয়েছে।
প্রথমে মূর্তিটিকে দেখে শ্রমিকরা অবাক হয়ে যায়। তারপর আশেপাশে লোকেদের জমায়েত শুরু হয় । ইতিমধ্যে প্রশাসনকে খাবার দেওয়া হয়। তারা এসে আরকোলজিক্যাল সার্ভে অফিসারদের খবর দেয়।উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির সঙ্গে অতি সম্প্রতি অযোধ্যায় স্থাপিত ‘রামলালা’ অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিটির বেশ মিল রয়েছে বলে দাবি স্থানীয়দের। খবর শুনে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ এসে জামায়াত শুরু করে।
আরো পড়ুন:Swan stop Train: রাজেশের জন্য বন্ধ হল ট্রেন, দেখুন ভাইরাল ভিডিও
প্রাচীন ঐতিহাসিকরা এটি সম্বন্ধে বলে,” “মূর্তিটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটি বেদির উপর সেটি খোদাই করা হয়েছে, তাতে ঘিরে যেন বিরাজ করছে আলোর বলয়। মূর্তিটিতে ভগবান বিষ্ণুর দশাবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার ফুটিয়ে তোলা হয়েছে।” মূর্তি তবে এই মূর্তিটি নিয়ে বিশেষ ভাবে গবেষণা করলে আরো বিশদ তথ্য উঠে আসবে বলে আশাবাদী প্রত্নত্নবিদ্।
সূত্র: Abplive