Shreyas Iyer captain news: সম্প্রীতি চেন্নাই সুপার কিংস এর তথা ভারতের অন্যতম ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেনের পদ থেকে অবসর ঘোষণা করে। তারপর সেই ক্যাপ্টেনের দায়িত্ব তুলে দেয় ভারতে অন্যতম ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড এর হাতে। শুধু পাঞ্জাবে ক্যাপ্টেন থেকে গিয়েছেন শিখর ধাওয়ান। অনেকদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বদলে দিয়ে হার্দিক পান্ডিয়া কে দেয়। প্রায় দু বছর আগে আবার আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি তার ক্যাপ্টেন এর পদ থেকে অবসর ঘোষণা করে। বর্তমানে প্রায় সব আইপিএল ক্যাপ্টেন ভারতীয় যুবক ক্রিকেটারদের হাতে। অনেকের মতে ধোনির অবসর নেওয়ার পর বর্তমানে আইপিএলে সেরা ক্যাপ্টেন হতে পারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২৯ বছরের বয়সে এই ক্রিকেটার পারবে কি তার সম্মানকে টিকিয়ে রাখতে ?
কেকেআরের অন্যতম সফল ক্যাপ্টেন গৌতম গম্ভীর এর অবসরের পর ২০১৮ সালে এই দলের ক্যাপ্টেন হয় দীনেশ কার্তিক। তারপর ২০২২ সালে তিনি ক্যাপিটাল ছেড়ে এই দলের যোগ দেয় শ্রেয়স আইয়ার। kkr বেশি ম্যাচ খেলতে পারেনি। চোটের জন্য তাকে দূরে থাকতে হয় কেকেআরের দলের থেকে। তিনি মোট ১০১ টি আইপিএলের ম্যাচ খেলেছে । তার মধ্যে ৫৫ টি তে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছে। এবারে ২০২৪ এ আইপিএলে ধোনির ও রোহিত এর মত অভিজ্ঞ ক্যাপ্টেন না থাকায় শ্রেয়স হতে পারে অভিজ্ঞতার দিক থেকে প্রথম সারিতে।
আরো পড়ুন:Virat Kohli new hair style: আইপিএলের আগে নতুন চুলের স্টাইলে বিরাট কোহলি
এবারের আইপিএল শুরু হচ্ছে ভারতীয় এবং বিদেশি সব নতুন ক্যাপ্টেনের হাত ধরে। একদিকে যেমন আমরা অনেকদিন পর দেখতে পাবো ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালের হয়ে। আবার অপরদিকে হার্দিক পান্ডিয়া থাকবে মুম্বাই দলের নেতৃত্বে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের দলের হয়ে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন প্যাট কামিন্স। এবং গুজরাটের হয়ে নেতৃত্ব দিবে শুভমন গিল।
২২ মার্চ শুরু হচ্ছে চেন্নাই সুপার কিংস আর আরসিবির প্রথম ম্যাচ। তারপরের দিনই থাকছে কেকেআর এর সাথে সানরাইজার হায়দ্রাবাদে ম্যাচটি।