Swan Stop Train: লন্ডনে এক ট্রেন লাইনে একদল রাজহাঁস চলে আসে । এই রাজহাঁসকে দেখে ট্রেন চালক তার ট্রেনটি বন্ধ করে দেয়। এই রাজহাঁস গুলি যতক্ষণ ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয় ট্রেনটিকে বন্ধ করে। তারপর চলে যেতেই ট্রেনটিকে পুনরায় আবার চালু করা হয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই সারা বিশ্বের তোলপাড় সৃষ্টি হয়।
তোমরা সবাই ট্রেনে যাওয়ার সময় ট্রেনে একটি চেন দেখতে পাও । যেটি ট্রেন কি ইমারজেন্সি কারণে থামানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু এবার ট্রেনটিকে ইমারজেন্সি ভাবে থামানো হয় একদল রাজহাঁসকে ট্রেন লাইনে আসতে দেখে। প্রায় ১৫ মিনিট ধরে এই ট্রেনটি তার লাইনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না রাজহাঁস ট্রেন লাইন থেকে চলে যায়।
এই পুরো ঘটনাটি ঘটে লন্ডন শহরতলির স্টর্টফোর্ড স্টেশনে। যাত্রীদের দেখে রাজহাঁস ভয়ে ট্রেন লাইনে চলে আসে। তারপর কোন দিকে যেতে না পেরে সে ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে। আর তা দেখে ট্রেন চালক তার ট্রেনটি থামিয়ে দেয়।
আরো পড়ুন:-MI Captain 2024 IPL: রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হচ্ছে কে?
সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৬ লাখ এর মত দেখে এই ভিডিওটি এবং ৯৬ লাখ লাইক দেখা যায়। ইনস্টাগ্রামে এই ভিডিওটি প্রকাশ করা হয়।
সূএ: এই সময়