Tea Serve Earthen lamps: মাটির প্রদীপের এবার মিলবে, কোথায় এমন সুবিধা রয়েছে জেনে নিন

Tea Serve Earthen lamps: ভারতবর্ষের মানুষের কাছে যা একটি অন্যতম পানীয়। শুধু পানিয় নয়, এর সাথে অনেক আবেগও জড়িয়ে রয়েছে। চায়ের নিত্য নতুন রেসিপি প্রতিদিনই আমরা দেখতে পাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে মাটির প্রদীপক এ চা সবাইকে দেওয়া হচ্ছে। এই নতুন চায়ের রেসিপি কোথায় পাবেন?

Whatsapp Group Join
Telegram channel Join

এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি পাঁচটি মাটির প্রদীপ একটা ফুটন্ত জলের পাত্রে রেখে সেই প্রদীপের মধ্যে এক চামচ মৌরি, চিনি এবং গুড় যোগ করেন। তিনি ফুটন্ত জলে এলাচ, লবঙ্গ এবং এক চামচ চা পাতা -সহ মশলা যোগ করেন।

জল গরম হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ওই জলে দুধ যোগ করে। দুর্যোগ করার পর ওই দুধ আর জলের মিশ্রণ কে ছেঁকে প্রদীপে দিয়ে সবাইকে দেওয়া হয়। লোকটি দাবি এই নতুন তন্দুরি চা আনে এক মাটির নতুন সুগন্ধ। যা এই চাকে স্পেশাল বানায়।

আরো পড়ুন:-Carry Leaves Water for Health: চুল পড়া এবং গ্যাস অম্বল সারিয়ে ফেলুন কারি পাতার জল দিয়ে

এখনো পর্যন্ত এই ভিডিওটি ৩৩ মিলিয়ন ভিউ রয়েছে ইনস্টাগ্রামে। অনেকে এই ভিডিও নিয়ে অনেক রকম মন্তব্য করেছেন এবং অনেকেই আবার এই নতুন চায়ের রেসিপি বন্ধ করে দিতে বলেছেন। অনেকে আবার রসিকতা করে প্রদীপের বদলে ইট ব্যবহার করতে বলেছেন।

অনেকে আবার এই চা দেখে ওর সাথে একটু মাটি যোগ করতে বলেছেন। এখনও পর্যন্ত এই পোস্টটি চার লাখ 83 হাজার লাইক সংগ্রহ করেছে।

সূএ:-Abp live

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।