Terorist attack in America consulate : ইরাকে আমেরিকান কনসিলেন্ট এর বাইরে বিস্ফোরণ। দায় শিকার IRGS-এর

রেডসি বা লোহিত সাগরে আমেরিকান কার্গোর উপর হামলার পর এবার ইরাকে আমেরিকান কন সিলেটের সামনে পরপর চারটি বিস্ফোরণ দেখা যায়।ঘটনার দায় শিকার করেছে ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস বা IRGS। তারা জানিয়েছে আমেরিকান কনসিলেডে আমরা তো গুপ্তচরদেরই তাদের টার্গেট ছিল। এদিকে এই বিস্ফোরণে চারজনের প্রাথমিকভাবে মৃত্যুর খবর পাওয়া গেলেও এই খবরে সত্যতা এখনো যাচাই হয়নি।

Whatsapp Group Join
Telegram channel Join

ইরাকে আমেরিকান কনস্যুলেট সামনে হামলার পর আইআরজিএস-এ জানিয়েছে যে তাদের এই লড়াই ইরানে অবস্থিত সমস্ত জঙ্গিদের একসাথে জমায়েত করা। ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠীর হুতিদের উপর কিছুদিন আগে মার্কিন সেনা মিসাইল হামলা চালিয়েছে। আর এই হামলা পরবর্তীকালে আরও করা হবে বলে মার্কিন সেনা জানায়।

ইরাক এর সিকিউরিটি ফোর্স সূত্রে খবর প্রায় চারটি স্থান তারা বেছে নিয়েছিল আক্রমণের জন্য। প্রায় তিনটি ড্রোন কে নষ্ট করে দেওয়া হয়েছে ইরাকের এয়ারপোর্টে। এর ফলে এয়ার পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়।

এদিকে কিছুদিন আগে মার্কিন কার্গো জাহাজ ‘জিব্রালটার ইগলস’ এর উপর ড্রোন হামলা হয় হুথিদের থেকে। এটাই ছিল হুথি জঙ্গি গোষ্ঠীদের এক সফল ড্রোন হামলা।এরপরই জানা গিয়েছে, একটি কার্গো স্টিল পণ্য সরবরাহকারী জিব্রালটার ইগলকে টার্গেট করে হুথিরা হামলা চালাতে শুরু করে। ঘটনার সত্যতা শিকার করেছে ‘ইগল বাল্ক শিপিং’।

আরো পড়ুন:-Bangla Diwas announced:’ বাংলা দিবস ‘এবং ‘বাংলা সংগীত’-এর ঘোষণা -মুখ্যমন্ত্রী

রোহিত সাগরে মার্কিন সোনা এবং UK সেনা মিলে অতীতের উপর ব্যাপক আক্রমণ চালায় এতে হুথি জমি-গোষ্ঠীদের ব্যাপক ক্ষতি হয়। যার ফলস্বরূপ লোহিত সাগরে হুথিদের উপর প্রতিদান মার্কিন টার্গো জাহাজের উপর ভবিষ্যতে ব্যাপক হামলা চালাতে পারে। বিশ্ব এর এক বড় অংশ এই লোহিত সাগরে অঞ্চল দিয়ে ব্যবসা বাণিজ্য করে এই নদী পথ দিয়ে। যাতে ভবিষ্যতে সবার জন্য নিরাপদ হয় তা মার্কিন সেনার কাছে যে এক প্রশ্নের চিহ্ন।

আর্টিকেল সোর্স :-বাংলা হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।