বছরের প্রথম দিন শুরু হল জাপানে সুনামিি (Tsunami in Japan) দিয়ে। ফের জাপানে সুনামি ছবি ধরা পরল ওয়াজিমা শহরে। ফের ২০১১ সালের ছবি ধরা পরল জাপানে ।প্রায় ১২ ফুট নতুন জলোচ্ছ্বাস সেইসঙ্গে প্রচুর কম্পন দেখা যায় জাপানে সবথেকে উন্নত শহর ওয়াজিমাতে। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ এবং প্রায় দশ মিনিট ধরে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
বর্ষবরণের প্রথম দিনে যখন সারা বিশ্ব তাদের উৎসব অনুষ্ঠানে সময় কাটাচ্ছে ।সেই সময় জাপানে দেখা গেল দুঃখের ছবি। প্রায় ১২ বছর পর নতুন করে এই ছবি দেখা গেল জাপান। এখনো পর্যন্ত সারা জাপান সহ বিশ্ব এই খবরে খুবই আতঙ্কিত। আবহাওয়াবিদরা অনুমান করছে যে জাপানে এটি দ্বিতীয় সুনামি হতে পারে।
আরো পড়ুন:-ED in Kolkata: কলকাতায় ফের ইডির হানা মিলল প্রায় দু কোটি টাকা
রিকটার স্কেল এ এই ভূমিকম্পের তীব্রতা ৭.৬। বহু বাড়ি যেমন ভেঙে পড়েছে তেমনি প্রায় ৩৩ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন প্রচুর রাস্তাঘাট ভেঙ্গে তছনছ হয়ে গেছে। অনেকের অনুমান প্রায় ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ভূমিকম্পের পর জাপানে সুনামির সর্তকতা দেওয়া হয়েছে। জাপানের পশ্চিম উপকূলে প্রায় পুরো অংশই খালি করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের এপিসেন্টার থেকে ৩০০ কিলোমিটারে মধ্যে সমস্ত এলাকায় সুনামির অন্তর্গত। ভূমিকম্পের জেরে ওয়াজিমা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।