Underwater city in Japan: সমুদ্রের নিচে নতুন শহরের পরিকল্পনা জাপানের যেখানে ৫০০০ মানুষ বসবাস করতে পারবে

Underwater city in Japan: সবাইকে চমকে দিয়ে জাপান তৈরি করতে চলেছে জলের নিচে এক নতুন শহর। যার আকার অনেকটা চারটি ফুটবল মাঠের মতো হবে । যেখানে বসবাস করতে পারবে পাঁচ হাজারেরও বেশি মানুষ। সেই সঙ্গে থাকবে হোটেল শপিং মল বাড়িঘর ইত্যাদি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে OCEAN SPIRAL । জাপানে বিখ্যাত কোম্পানি শিমজু কর্পোরেশন তৈরি করতে চলেছে।

Whatsapp Group Join
Telegram channel Join

বিশ্বে বিভিন্ন দেশ তাদের নিজের দেশে নতুন ধরনের সহ তৈরি করছে আর সেই শহরের তালিকায় জাপানে ওসিয়ান স্পাইরাল নাম লেখালে। জাপানি শিমজু কর্পোরেশন মতে এই শহরটি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মাইল নিচে। যেখানে হোটেল থেকে বাড়ি থেকে ট্রান্সপোর্ট সবই থাকবে। সমুদ্রের উপরে মানুষ যেমন বাস করে তেমনি সবকিছুই থাকবে এই শহরে।

এই শহরটি তৈরি করার জন্য এক পরিকল্পনা এবং ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। একটা ১৫ কিলোমিটার পেঁচালো রাস্তা থাকবে এই শহরের মধ্যে। এছাড়াও থাকবেএকটি মাটির কারখানাও এই শহরে।

আরো পড়ুন:-How to make protein powder at home: কীভাবে বাড়িতে প্রোটিন পাউডার বানাবেন যা খেলে আপনার ক্লান্তি আসবে না আসবে না।

নতুন শহরটি সমুদ্রের নিচে থাকলেও এই শহরটি হবে সম্পূর্ণভাবে ভূমিকম্পের থেকে নিরাপদ। প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ এই শহরে বাস করতে পারবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার নিচে এই শহরটি বসানো হবে। এই শহরটি নিয়ে সারা বিশ্বে মানুষের মধ্যে এক নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। তবে অনেকে এও ভাবছে এই শহরটি তৈরি হলে এখানে মানুষের জীবনযাপন কেমন হবে তা অবশ্যই দেখার বিষয়।

নিউজ উৎস:-TV9বাংলা

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।