আগামী ১০ই জানুয়ারি থেকে UPI এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন স্কুল কলেজ বা হসপিটালের (UPI Transfer in Hospital) পাঁচ লক্ষেরও বেশি। গতবছর RBI এই খবরের ইঙ্গীত দিয়েছিল যে আগামী বছর থেকে এই লিমিট ১ লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ পর্যন্ত করা হবে।
NPCI এর তরফ থেকে জানানো হয়েছে কেবলমাত্র ইউপিআই এর কাস্টমার আগামী ১০ জানুয়ারি থেকে এই সুবিধা টি পাবেন। মধ্যে ইউপিআই প্রধান কারী অ্যাপগুলোকে নির্দেশ করা হয়েছে ১০ই জানুয়ারির আগে সমস্ত রকম আপডেট বা নির্দেশ কাস্টমারদের দিয়ে দিবে। ইউপিআই এর এই ব্যবস্থা চালু হলে এর মাধ্যমে টাকা লেনদেন আরো সুবিধা হবে।
এছাড়াও আর বি আই এ ও বলেছে যে এন পি সি আই এটিএম গুগল প্লে ফোন পেয়ে এই সমস্ত অ্যাপগুলিতে এক বছর ধরে পেমেন্ট হয়নি এমন ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় বন্ধ করে দেবে।
নতুন UPI Rule কী কী?
যারা UPI এর মাধ্যমে দু হাজারেও বেশি পেমেন্ট করবে তাদের উপর ১.১% হবে চার্জ কাটা হবে। যারা ইউপিআই এর মাধ্যমে প্রথম পেমেন্ট করেননি, তাদের দু হাজারেও বেশি টাকা ইউপি এর মাধ্যমে পেমেন্টের জন্য চার ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। জালিয়াতি রূপে এই সিস্টেম করা হয়েছে।
আরো পড়ুন:-Why Korean hate indian? কোরিয়ানরা কেন ভারতীয় দিয়ে এত ঘৃণার চোখে দেখে?
দেশে UPI ATM শুরু হতে যাচ্ছে
এছাড়াও RBI দেশব্যাপী UPI ATM এর শুরু করতে চলেছে। যার মাধ্যমে কোন ব্যাক্তি ব্যাংক থেকে কিউআর কোড স্ক্যান করে টাকার লেনদেন করতে পারবেন।