WB ICDS Recruitment 2024: রাজ্য ICDS ও হেল্পার নিয়োগ। মোট শূন্যপদ ৮৩৪ টি

WB ICDS Recruitment 2024: পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের কাছে এক দারুন সুযোগ। রাজ্যের ICDS এ নতুন কর্মী নিয়োগের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার শূন্যপদ পুরন করা হবে। আবেদন করবেন কিভাবে? বয়স সীমা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বেতন কত থাকছে ?এই সমস্ত তথ্য আমাদের প্রতিবেদনে দেওয়া আছে আপনাকে সেই সহজেই পড়তে হবে।

Whatsapp Group Join
Telegram channel Join

WB ICDS Recruitment 2024 এর গুরুত্বপূর্ণ তথ্য

পদের নাম:- ICDS অঙ্গনওয়াড়িরী কর্মী ও হেল্পার

নিয়োগ সংস্থা:-  WB ICDS Recruitment Board 

শূন্যপদ:- শূন্য পদ ৮৩৪ টি

আবেদনের শেষ তারিখ:- আগামী ১৮/০৯/২০২৪

WB ICDS Recruitment 2024- শিক্ষাগত যোগ্যতা 

 WB ICDS  পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সম্পন্ন করতে হবে।  তবে আপনি এখানে আবেদন থাকতে পারবেন। বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন।

বয়স সীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছরের  মধ্যে হতে হবে। তপশিলি এবং উপতপশিলি জন্য সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন 

এই পদে আপনি অনুমোদিত হলে আপনাকে মাসিক বেতন ৬,৭,০০/-টাকা পর্যন্ত দেওয়া হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট

 আপনি paschimbardhaman.gov.in ওয়েবসাইট থেকে আপনি এই নোটিফিকেশনে সমস্ত তথ্য জানতে পারবেন এবং আবেদনের জন্য আপনি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

 নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলিতে চাকরি পাওয়ার জন্য আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেই তারপর আপনাকে ওই পদে নিয়োগ করা হবে।

আরো পড়ুন:ISI Kolkata Recruitment 2024: ISI -তে ইন্টারভিউ মাধ্যমে নতুন কর্মী নিয়োগ। বেতন ৩১,০০০ টাকা

WB Health Recruitment 2024: WB Health -তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেতন ১৮,০০০ টাকা

আবেদন পদ্ধতি

ICDS পদে আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নাম এবং phone no দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে আপনার নাম ঠিকানা সহ সম্পন্ন আবেদন পত্রটি অনলাইনে পূরণ করতে হবে। উপযুক্ত সময়ের মধ্যে আপনাকে এই সমস্ত করতে হবে তবেই আপনি আবেদনের যোগ্য হবেন।

প্রয়োজনীয় নথিপত্র 

  • পাসপোর্ট সাইজ ফটো 
  • আপনার সিগনেচার 
  • আধার কার্ড 
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 
  • ভোটার কার্ড 
  • কাস্ট সার্টিফিকেট 

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।