Why Korean hate indian? কোরিয়ানরা কেন ভারতীয় দিয়ে এত ঘৃণার চোখে দেখে?

অনেক ভারতীয় দক্ষিণ কোরিয়ার বেড়াতে যান ।কিন্তু তাদের অনেকেই হতে হয় বর্ণবিদ্বেষ এর শিকার ।কেন দক্ষিণ কোরিয়ার লোকেরা ভারতীয় পাকিস্তানি বা বাংলাদেশীদের দেখতে পারেনা ? এমনকি আপনি যদি খালি বাসেও বসেন তবে আপনার পাশ থেকে কোরিয়ার লোকেরা সরে গিয়ে অন্য সেটে গিয়ে বসে। কোরিয়ার লোকেরা এতটাই নিজেদের রূপচর্চায় নিজেকে উঁচু মনে করে যে তারা কোন বাংলাদেশী ভারতীয় বা পাকিস্তানি লোকেদের ম্যাট বা কাদার মত চোখে দেখে।

Whatsapp Group Join
Telegram channel Join

এদিকে কোরিয়ার পপ গান, পপ মিউজিক, এমনকি খাবার থেকে স্কিন কেয়ার সবই আমাদের এই এশিয়াতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে বা খুবই জনপ্রিয়। ভারত থেকে অনেকেই যেমন আমেরিকা ইউরোপে বেড়াতে যান তেমনি বহু মানুষ কোরিয়াতেও বেড়াতে যায় প্রতিবছর। হাজার হাজার পর্যটক এই দেশে বাইরে থেকে বেড়াতে এলেও কোরিয়ানরা কি তাদের ভালো ব্যবহার করে। উত্তরটা হলো ‘ না‘। এমনকি শুধু ভারতীয় পাকিস্তানি বা বাংলাদেশী নয় বাইরে যে কোন দেশ থেকে এদেশে কোন ব্যক্তি এলে তাকে এই বর্ণবিদ্বেষের শিকার হতে হয়। এমনকি কোরিয়ার রাজধানী সোল লেখা রয়েছে পাকিস্তানি এন্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড।

কোরিয়াতে কোন সরকারি চাকরি বা কোন বেসরকারি চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অবশ্যই রূপচর্চাতে এবং স্মার্ট হতে হবে ।আপনার শরীরে ওজন থেকে মাফ যোগ সমস্ত কিছুই আপনার পরীক্ষা করা হবে। সরকার থেকে এর উপর নানা রকম বিশেষজ্ঞ হলেও তা কখনো পর্যন্ত বন্ধ হয়নি বরং বেড়েই চলেছে।কোরিয়ান ভাষায় একে বলে “ওইমো জিসাং জুই”, যার ইংরেজি অর্থ হল লুকিজম (Lookism)। অর্থাৎ আপনার রূপ কেমন।

আমরা ইন্ডিয়ান রাজা মন উপহার হিসেবে সাইকেল বা বাইক দেই। কিন্তু কোরিয়াতে সেরা উপহার হল প্লাস্টিক সার্জারি

আরো পড়ুন:-ED in Kolkata: কলকাতায় ফের ইডির হানা মিলল প্রায় দু কোটি টাকা

কেন দক্ষিণ কোরিয়ার মানুষেরা ভারতীয় বা বাংলাদেশীদের ঘৃণা করে?

দক্ষিণ কোরিয়া এক ছোট্ট উন্নত দেশ। এখানে শিক্ষকতার হার প্রায় ৯৮ শতাংশ এবং বেকারত্বের হার ২০ শতাংশ ।কিন্তু এই দেশে লোকেরা সাফাই বা কৃষিকাজ এই সমস্ত কাজ করে না। কারণ তাদের এটি রূপচর্চা নষ্ট করতে পারে। তাই বহু মানুষ ভারত এবং বাংলাদেশ থেকে এ দেশে যায় এই সমস্ত কাজ করতে। প্রায় ১৩ হাজার বাংলাদেশী দক্ষিণ কোরিয়াতে কাজ করে এবং ভারতের প্রায় বারো হাজার লোক দক্ষিণ কোরিয়ায় কর্মরত।

একসময় ইংরেজরা রাজত্ব করতে এসে এদেশে ভারতীয় বা বাংলাদেশী পাকিস্তানিদের উপর অত্যাচার করত এবং বর্ণবিদ্বেষ এ শিকার হতো। তারা তেমনি আজ দক্ষিণ কোরিয়ার লোকেরা এশিয়ার মানুষের সাথে ব্যবহার করে।

Leave a Comment

Whatsapp Group Join
Telegram channel Join
About Admin

আমি একজন লেখক, চাকরির খবর এবং চাকরির তথ্য নিয়ে লেখালেখি করেন। যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।